মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংযুক্ত আরব আমিরাতের সেনা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা আবদ আল-কুরি দ্বীপে একটি সামরিক ঘাঁটি স্থাপনের জন্য ইয়েমেনের সোকোত্রা দ্বীপপুঞ্জ থেকে স্থানীয় বাসিন্দাদের বাস্তুচ্যুত করছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইয়েমেন প্রেস এজেন্সি জানিয়েছে, গতকাল তারা বন্দুকের মুখে কয়েকটি পরিবারকে বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করেছে।
সূত্রগুলো আরো জানায়, ধারণা করা হচ্ছে, এই দ্বীপপুঞ্জে আরব আমিরাত ও ইসরাইলি বাহিনী যৌথভাবে সেনাঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে। এর ধারাবাহিকতায় স্থানীয়দের জোর করে সরিয়ে দেয়া হচ্ছে।
এর আগে এপ্রিলে জানানো হয়েছিল যে, দ্বীপপুঞ্জের দ্বিতীয় বৃহত্তম আবদ আল-কুরি দ্বীপ থেকে কয়েক ডজন পরিবারকে বিতাড়িত করেছে আমিরাতের বাহিনী।
২০২০ সালে আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার ধারাবাহিকতায় এই বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। দেশ দুটি কৌশলগতভাবে দ্বীপগুলোতে একটি সামরিক এবং গুপ্তচর ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।