Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইয়েমেন প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর, স্বাগত জানালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২২, ১:২৯ পিএম

ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদির প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। এই কাউন্সিলের নেতৃত্ব দিচ্ছেন রাশাদ আল-আলিমি। এর মাধ্যমে ইয়েমেনের রাজনৈতিক সংকট সমাধানের পথ উন্মুক্ত হবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ। একইসঙ্গে বাংলাদেশ উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রত্যাশা করে।

চলতি মাসের শুরুর দিকে ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি তার ডেপুটিকে বরখাস্ত করার পাশাপাশি তিনি প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ইয়েমেনে সাত বছর ধরে চলা গৃহযুদ্ধ অবসানে থমকে থাকা শান্তি আলোচনা নতুন করে শুরু করতে জাতিসংঘ-নেতৃত্বাধীন প্রচেষ্টার সহায়ক হিসেবে সৌদি আরবের সমর্থনে হাদি এ পদক্ষেপ নিয়েছেন। ২০১৬ সালের পর প্রথমবারের মতো ইয়েমেন যুদ্ধে জড়িত পক্ষগুলোর সম্মতিতে রমজানের শুরুতে দুই মাসের যুদ্ধ বিরতি শুরু হয়েছে। এর পাঁচদিন পর হাদি ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়েমেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ