Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ব্যাটারি চালিত বাহন বন্ধে উচ্চ আদালতে নির্দেশে, ৮ নভেম্বর মাঠে নামবে সিসিক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ১:৫৪ পিএম

অবশেষে উচ্চ আদালতের নির্দেশে সবধরনের ব্যাটারিচালিত অবৈধ বাহন বন্ধ হচ্ছে সিলেটে। পূর্বে একাধিকবার ট্রাফিক পুলিশ ও সিসিক অভিযান চালালেও এসব অবৈধ বাহন বন্ধ কার্যকর হয়নি। বরং দিন দিন এসব যানের সংখ্যা বাড়ছেই সিলেটে। এতে পরিবহন সেক্টরের দেখা দেয় বিশৃঙ্খলতা। প্রায় ৮ বছর ধরে নিষিদ্ধ ব্যাটারিচালিত ইজিবাইক, টমটম, রিকশায় সয়লাব সিলেটে। আর এসব চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় গড়ে উঠেছে চাঁদাবাজ সিন্ডিকেট। এই সিন্ডিকেটের বদৌলতে বিদ্যুতের এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তা ও পুলিশের পেটেও যাচ্ছে প্রতিমাসে লাখ লাখ টাকা। এদিকে, সিলেট মহানগরী এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনের লক্ষ্যে ব্যাটারি চালিত অটোরিকশা, টমটম চলাচলের বন্ধে ব্যাপারে আগামী ৮ নভেম্বর থেকে উচ্চ আদালতের নির্দেশে অভিযানে নামবে সিসিক। সিসিকের এমন নির্দেশনা কেউ না মানলে তার বিরুদ্ধে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে সিলেট মহানগরী এলাকায় কোন প্রকার ব্যাটারি চালিত যানবাহন আর চলতে দেয়া হবেনা। আগামী ৮ নভেম্বর থেকে আদালতের নির্দেশে কঠোরভাবে অভিযান শুরু করবে সিসিক।



 

Show all comments
  • সালাহ উদিদন ১৬ ডিসেম্বর, ২০২১, ৫:১০ পিএম says : 0
    আমরা এমন দেশে বাসকরি,গরিবরা যা করে সবই অবৈধ নিষিদ্ধ। তাহলে ব্যাটারি মটর আমদানি করা হয়েছে কেন? ঐ লোকর পেট ভরানোর জন্য?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিসিক

৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ