Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাখ লাখ পশু কোরবানী সিলেটে, বর্জ্য অপসারনে মাঠে প্রস্তুত সিসিক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২১, ২:২৬ পিএম

পবিত্র ঈদ-উল-আযহায় লাখ লাখ পশু কোরবানি দেয়া হচ্ছে সিলেটজুড়ে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে কোরবানি করেছেন সামর্থ্যবান মুসলমানরা। আজ বুধবার সকালে ঈদের নামাজ আদায়ের পর শুরু করেন মানুষ পশু কোরবানি । কোরবানির পশুর মধ্যে রয়েছে গরু, ছাগল, উট প্রভৃতি। তবে সিংহভাগই গরু ও ছাগল।
সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এবার সিলেট বিভাগে প্রায় সাড়ে ৪ লাখ পশু কোরবানি দেয়া হচ্ছে। এর মধ্যে সিলেট জেলায় প্রায় ১ লাখ ৭০ হাজার, সুনামগঞ্জে প্রায় ৬৮ হাজার, মৌলভীবাজারে প্রায় ১ লাখ ৮ হাজার ও হবিগঞ্জ জেলায় প্রায় ১ লাখ গরু-ছাগল এবার কোরবানি দেয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, গেল বছরের চেয়ে এ বছর কোরবানি দেয়ার হার বেড়েছে। এদিকে, কোরবানির বর্জ্য অপসারণে সিলেট মহানগরীতে সিটি করপোরেশনের (সিসিক) কর্মীরা প্রস্তুত রয়েছেন। প্রায় ২ হাজার কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে সিসিকের জনসংযোগ শাখা। বর্জ্য অপসারণে তিনস্তরের পর্যবেক্ষণ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি জানান, কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে সিসিকের ২৭টি ওয়ার্ডকে ভাগ করা হয়েছে ৩টি জোনে। এসব জোনে বাস্তবায়নকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সিসিকের সচিব ফাহিমা ইয়াসমিন, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার রুমা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। এছাড়া ৯ জন মনিটরিং কর্মকর্তা কাজ করছেন মাঠপর্যায়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিসিক

৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ