Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুড়ির বস্তা মাথায় নিয়ে মিছিল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ১০:৫৫ এএম

হাজার হাজার মানুষ মাথায় মুড়ির বস্তা মাথায় নিয়ে মিছিলে নেমেছে। এ দৃশ্য দেখে অনেক মানুষ হতবাক। তাদের মনে প্রশ্ন জাগে এত মুড়ি এলো কোথা থেকে।

জানা যায়, আগামী ১১ নভেম্বর শেরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ইতোমধ্যে সরগরম চারদিক। চলছে মাইকিং, পোস্টার লাগানোসহ নানা প্রচারণা।

এরই ধারাবাহিকতায় ১৪ নম্বর বেতমারি-ঘুঘুরাকান্দি নির্বাচনী এলাকায় দেখা গেছে ভিন্ন চিত্র। রোববার (৩১ অক্টোবর) ওই এলাকার সব শ্রেণিপেশার মানুষ নিজ উদ্যেগে বের করে মুড়ি মিছিল।

স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন দুলালের সমর্থনে যেখানে অংশগ্রহণ করে ওই এলাকার প্রায় ১০ হাজার গ্রামবাসী। এ আয়োজনকে ঘিরে রোববার সকাল থেকে ঘুঘুরাকান্দী বাজারে জড়ো হতে থাকে নারী-পুরুষসহ যুবকরা। মুহূর্তেই মিছিলটি তৈরি হয় জনসমুদ্রে।

স্থানীয় বাসিন্দা উজ্জল মিয়া বলেন, ‌‘মিছিল দেখে অনেকেই ভাবতে পারেন মুড়ি চেয়ারম্যান দিয়েছেন। কিন্তু আসন্ন বেতমারী-ঘুঘুরাকান্দী ইউনিয়ন পরিষদে একমাত্র যোগ্য চেয়ারম্যান প্রার্থী দুলাল। বিগত দিনে তিনি চেয়ারম্যান প্রার্থী থাকাকালীন সময়ে গরিব মেহনতি মানুষের জন্য কাজ করেছেন।’

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন দুলাল বলেন, আমি আজকের মিছিল সম্পর্কে জানতাম না। হয়তো অনেকে এটাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য করতে পারেন। আমার নির্বাচনী এলাকার ভোটাররা আমাকে ভালোবেসে এই মুড়ি মিছিল করেছেন।



 

Show all comments
  • Md Abu Saleh Abdullah ১ নভেম্বর, ২০২১, ১:২১ পিএম says : 0
    কর্মীদের সাথে যোগাযোগ থাকলে কর্মীরা প্রার্থীকে ভালবাসবেই
    Total Reply(0) Reply
  • JAHIDUL ISLAM BIJOY ৩ নভেম্বর, ২০২১, ১২:৩২ পিএম says : 0
    ইনশাল্লাহ মোশারফ হোসেন দুলাল বিপুল ভোটে জয়লাভ করবে।সকলের দোয়া প্রার্থী।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিছিল

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ