নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি বাবর আজমের মাকে নিতে হয়েছিল ভেন্টিলেটরে। সেই খবর জেনেই ভারতের বিপক্ষে খেলতে নেমেছিলেন তিনি। মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে পাকিস্তানকে জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন বাবর। তার মায়ের অবস্থাও এখন আগের চেয়ে ভালো। কঠিন সময়ের মধ্যেও বাবরের দেশকে প্রতিনিধিত্ব করে যাওয়ার এই ঘটনা জানালেন তার বাবা আজম সিদ্দিকি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পরিবারের দুটি ছবি পোস্ট করে সিদ্দিকি লিখেছেন, মাঠ ও মাঠের বাইরে দুই জায়গাতেই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে তার সন্তানকে, ‘গোটা দেশের কিছু সত্যি কথা জানা প্রয়োজন। তিনটি ম্যাচে টানা জয়ের জন্য দলকে অভিনন্দন। বাড়িতেও আমরা বড় পরীক্ষার মুখোমুখি হয়েছি। ভারতের বিপক্ষে ম্যাচের দিনে বাবরের মা ভেন্টিলেটরে ছিলেন। বাবর তিনটি ম্যাচেই খেলেছে কঠিন সময়ের মধ্য দিয়ে। এসব কথা জানাতে চাইনি। তবে বাবর যাতে দুর্বল না হয়ে পড়ে, সেজন্যই জানালাম। সৃষ্টিকর্তার দয়ায় সে (বাবরের মা) এখন ভালো আছে। এই ঘটনা জানানোর উদ্দেশ্য হলো, কোনো কারণ ছাড়া যেন জাতীয় বীরদের সমালোচনা করা না হয়।’
গত ২৪ অক্টোবর দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। টস হেরে আগে ব্যাট করে অধিনায়ক বিরাট কোহলির ফিফটিতে ৭ উইকেটে ১৫১ রান করেছিল ভারত। জবাবে ১৩ বল হাতে রেখেই ওপেনিং জুটিতে ম্যাচ শেষ করে দেয় পাকিস্তান। দলকে জিতিয়ে অধিনায়ক বাবর অপরাজিত থাকেন ৫২ বলে ৬৮ রানে। তার সঙ্গী মোহাম্মদ রিজওয়ান ৫৫ বলে খেলেন হার না মানা ৭৯ রানের ইনিংস। ক্রিকেটের যেকোনো সংস্করণের বিশ্ব আসরে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়। আগের ১২ দেখার প্রতিটিতে হেরেছিল পাকিস্তান।
বাবরের নেতৃত্বে বিশ্বকাপে দুর্দান্ত গতিতে ছুটছে পাকিস্তান। তিন ম্যাচ খেলে সবকটিতে জিতে সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপের শীর্ষে থাকা দলটি সেমিফাইনালে দিয়ে রেখেছে এক পা। তাদের শেষ দুটি ম্যাচ তুলনামূলক দুর্বল স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।