Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান-ভারত নইলে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ফাইনাল

ওয়ার্নের ভবিষৎবাণী

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলতে পারে কোন কোন দল, তা নিয়ে চলছে নানা আলোচনা। এ নিয়ে এবার ভবিষৎবাণী করলেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ান কিংবদন্তির দৃঢ় বিশ্বাস, শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান কিংবা অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।
বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম তিন ম্যাচে দাপটের সঙ্গে জিতে সেমি-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে ইংল্যান্ড। এক নম্বর গ্রুপে ছয় দলের মধ্যে শীর্ষে আছে ইংলিশরা। তিন ম্যাচে দুটি করে জয়ে সমান ৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দুইয়ে ও অস্ট্রেলিয়া আছে তিনে। ম্যাচ বাকি তাদের দুটি করে।
প্রথম তিন ম্যাচ জিতে দুই নম্বর গ্রুপের শীর্ষে থাকা পাকিস্তানেরও সেমি-ফাইনালে খেলা প্রায় নিশ্চিত। প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত এখন পর্যন্ত খেলেছে কেবল একটি ম্যাচ। যেখানে তারা হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।
দুবাইয়ে গতপরশু রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৮ উইকেটে জয়ের পর টুইট করে ওয়ার্ন তুলে ধরেন, কীভাবে কোন কোন দল খেলতে পারে ফাইনাল, ‘আমার বিশ্বাস, যে দলগুলি প্রতিটি গ্রুপের শীর্ষে থাকবে এবং পরের ধাপে যাবে তাদের অবস্থান দেখতে এরকম হবে- ১ নম্বর গ্রুপ থেকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া; ২ নম্বর গ্রুপ থেকে পাকিস্তান, ভারত। সেমি-ফাইনাল হবে ইংল্যান্ড বনাম ভারত ও অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান। তাই ফাইনাল খেলা হবে ভারত বনাম পাকিস্তান অথবা ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: "টি২০ কাপ"

১৪ নভেম্বর, ২০২১
১৪ নভেম্বর, ২০২১
১৩ নভেম্বর, ২০২১
১৩ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ