Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় চার ইজিবাইক ছিনতাইকারী আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ৪:৪৪ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে

আটক করেছে র‌্যাব। শনিবার (৩০ অক্টোবর) সকালে শ্যামনগরের বড় কুপট গ্রামের খন্তকাটা
স্লুইস গেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এঘটনায় শ্যামনগর
থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
আটককৃতরা হলো- শ্যামনগরের আটুলিয়া গ্রামের রহিম ঢালীর ছেলে রুবেল হোসেন
(২০),আব্দুল গফুর মোল্যার ছেলে কামরুজ্জামান মোল্যা (২৫),আব্দুল গফুর ঢালীর ছেলে
নয়ন ঢালী (২৭) ও শফিকুল গাজীর ছেলে আনিসুর রহমান গাজী (২৫)।
খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রিফাত বিন আসাদ জানান,
শুক্রবার শ্যামনগরের গোডাউন মোড় থেকে ইজিবাইক চালক শাহীনুর রহমানকে
নীলডুমুর যাওয়ার জন্য ভাড়া করে রুবেলসহ তিনজন ছদ্মবেশি যাত্রী। পথিমধ্যে খন্তকাটা
স্লুইসগেট সংলগ্ন এলাকায় পৌঁছলে শাহিনুর রহমানকে ভয়ভীতি দেখিয়ে তাকে
নামিয়ে দিয়ে ইজিবাইক ছিনতাই করে ওই দুর্বৃত্তরা। এখবর র‌্যাবের কাছে
পৌঁছালে,তাদের একটি আভিযানিক দল বড় কুপট এলাকায় অভিযান চালিয়ে
ইজিবাইকসহ ছিনতাইকারী রুবেল হোসেনসহ চার ছিনতাইকারীকে আটক
করে।
এছাড়া, ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ৫টি ইজিবাইকের
ব্যাটারীও জব্দ করে র‌্যাব।
র‌্যাব কমান্ডার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ ইজিবাইক
ছিনতাইকারী বলে জানা গেছে।
তিনি বলেন, এঘটনার আগেরদিনও একইভাবে একই স্থান থেকে
ইজিবাইকটি ভাড়া নেওয়া হয়। এঘটনায় থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ