Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এগিয়ে যাওয়ার লড়াই শ্রীলঙ্কা-আফ্রিকার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের সুপার টুয়েলভে দ্বিতীয় জয় পেতে মরিয়া শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। এ লক্ষ্যে আজ পরস্পরের মুখোমুখি হচ্ছে দু’দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ-১ এর শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। এ পর্বে এখন পর্যন্ত দু’টি করে ম্যাচ খেলে একটি করে জয় ও হার পেয়েছে দু’দলই।
‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাছাই পর্ব টপকে সুপার টুয়েলভে এসেছে লঙ্কানরা। আর সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নেয় তারা। ম্যাচে লঙ্কানরা ৫ উইকেটে হারায় টাইগারদের। বাংলাদেশের ছুঁেড় দেয়া ১৭১ রানের বড় লক্ষ্য স্পর্শ করতে গিয়ে শুরুতে বিপদে পড়লেও প্রতিপক্ষের দুর্বল ফিল্ডিংয়ের কারণে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ম্যাচেই তারা হোঁচট খায় অস্ট্রেলিয়ার সামনে। অজিদের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৪ রান করেছিলো লঙ্কানরা। দলের ব্যাটারদের মধ্যে কুশল পেরেরা ও চারিথ আসালঙ্কা সর্বোচ্চ ৩৫ রান করেন। রাজাপাকসে করেন ৩৩। বাকিরা জ্বলে উঠতে পারেননি। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই তা স্পর্শ করে অস্ট্রেলিয়া। ফর্মহীন ডেভিড ওয়ার্নার ৪২ বলে ৬৫ রান করলে সহজ জয় তুলে নেয় তার দল। তবে আজ দক্ষিণ আফ্রিকাকে হারাতে নিজেদের বোলিংয়ে উন্নতি চান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। গতকাল তিনি বলেন ‘বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের বোলিং ভালো হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হলে বোলিংয়ে আরো উন্নতি করতে হবে। আমরা এ ম্যাচে জয় পেতে মরিয়া হয়েই লড়বো। ’
অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটের হার দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে ঘুড়ে দাঁড়াতে সময় লাগেনি প্রোটিয়াদের। চোকার খ্যাত দক্ষিণ আফ্রিকা সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় তুলে নেয়। বল হাতে কেশব মহারাজের ২ ও ডোয়াইন প্রিটোরিয়াসের ৩ উইকেটের সঙ্গে ব্যাটারদের দায়িত্বশীল ইনিংস আসরে প্রোটিয়ারা প্রথম জয়ের স্বাদ পায়। ক্যারিবীয়দের বিপক্ষে মারমুখী ব্যাট করে ২৬ বলে ৫১ রান করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার আইডেন মার্করাম। পাশাপাশি রাসি ভ্যান ডার ডুসেনের অপরাজিত ৪৩ ও রেজা হেনড্রিক্সের ৩৯ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়কে সহজ করে দেয়। গেইলের দলের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর এখন আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা। তাই জয়ের ধারায় থাকতে চান প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। তার কথায়, ‘জয়ের ধারা অব্যাহত রাখাই আমাদের প্রধান লক্ষ্য। শ্রীলঙ্কাকে হারাতে হলে আমাদের আরো ভালো ক্রিকেট খেলতে হবে। আশাকরি সতীর্থরা তা পারবেন। আমরা শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় জয় পেতে সত্যিই মরিয়া।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগ মূহূর্তে বির্তকের মুখে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। বর্ণবৈষম্যের কারণে ঐক্যবদ্ধ ভাবে হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানানোর নির্দেশ দিয়েছিলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। কিন্তু ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ওই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন প্রোটিয়া উইকেটরক্ষক কুইন্টন ডি কক। এতেই শুরু হয় বিতর্ক। পরে অবশ্য ক্ষমাও চেয়েছেন ডি কক। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি যা করেছি তার জন্য ক্ষমা চাচ্ছি। যদি আমি হাঁটু মুড়ে প্রতিবাদ জানালে তার মাধ্যমে অন্যদের সামান্য শিক্ষাও দেয়া যায় তাহলে আমি সেটাই করবো।’ শুধু দক্ষিণ আফ্রিকাই নয়, এখন পর্যন্ত সব দলই ম্যাচ শুরুর আগে বর্ণবৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানিয়েছে।
টি-টোয়েন্টিতে লঙ্কানদের বিপক্ষে এগিয়ে আছে প্রোটিয়ারাই। এখন পর্যন্ত ১৬ বারের দেখায় দক্ষিণ আফ্রিকা জিতেছে ১০ ম্যাচ। ৫ ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। আর ১টি ম্যাচ টাই হয়েছে। আর টি- টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের দেখায় দুইবার জিতেছে দক্ষিণ আফ্রিকা ও একবার শ্রীলঙ্কা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: "টি২০ কাপ"

১৪ নভেম্বর, ২০২১
১৪ নভেম্বর, ২০২১
১৩ নভেম্বর, ২০২১
১৩ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ