Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জি২০ সম্মেলনে যুক্ত হবেন চীনা প্রেসিডেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিডিও লিংকের মাধ্যমে জি২০ গ্রুপের নেতাদের সম্মেলনে যোগ দেবেন। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নোটিশে বলা হয়েছে, ৩০-৩১ অক্টবর রোমে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট। ২০২০ সালের শুরুর পর চীন ছেড়ে কোথাও যাননি শি জিনপিং। ওই সময়ে বিশ্ব জুড়ে স্পষ্ট হতে শুরু করে করোনা মহামারি। ধনী দেশগুলোর জোট জি২০ সম্মেলনে শারীরিকভাবে উপস্থিত থাকছেন না আরও বেশ কয়েকজন নেতা। এর মধ্যে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তবে সম্মেলনের আয়োজক ইতালি আশা করেছিলো সব নেতারই মুখোমুখি দেখা হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেছেন তিনি সম্মেলনে উপস্থিত থাকবেন। জি২০ দেশগুলোই বৈশ্বিক কার্বনের ৮০ শতাংশই নিঃসরণ করে। স্কটল্যান্ডে জাতিসংঘের আবহাওয়া সম্মেলন শুরুর আগে আশা করা হচ্ছে জি২০ সম্মেলন থেকে কার্বন নিঃসরণ কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। আবহাওয়া সম্মেলনেও শারিরীকভাবে উপস্থিত থাকবেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনা প্রেসিডেন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ