Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্থায়ী আবাসনে শিক্ষার্থীদের দুর্ভোগ

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রীদের জন্য আবাসিক হল ৪টি। এই স্বল্প সংখ্যক হলের বিপরীতে ছাত্রীর সংখ্যা অনেক বেশি। বাড়তি শিক্ষার্থীদের আবাসন সংকট মেটাতে ২০১৮-১৯ অর্থবছরে নতুন হল তৈরির প্রস্তাব করা হয়েছে। সাময়িক সমাধান হিসেবে কিছু ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের হেলথকেয়ারে রাখা হয়েছে। চারতলা বিশিষ্ট এই হেলথকেয়ারের উপরের দুইতলায় ছাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে বিভিন্ন অনুষদের প্রায় শতাধিক শিক্ষার্থী অবস্থান করছে। প্রকৃতপক্ষে এটা কোনো হল না হওয়ায় এখানে হলের পরিবেশ বা একটি হলের সাধারণ সুযোগ-সুবিধা কোনোটিই দেওয়া হচ্ছে না। খাওয়া-দাওয়া বা ওয়াশরুম এমনকি খাবার পানি সংগ্রহ করতে গেলেও অনেক বেগ পেতে হচ্ছে শিক্ষার্থীদের। হেলথকেয়ারের ভেতরে বা আশেপাশে নেই কোনো ক্যান্টিন, ডায়নিং বা খাবার হোটেল। ফলে প্রত্যেককে খাবারের জন্য নির্ভর করতে হয় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ের হোটেলগুলোর উপর। জব্বারের মোড়সহ বিশ্ববিদ্যালয়ের প্রায় সবগুলো হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার তৈরি করা হয়। ফলে হেলথকেয়ারে থাকা শিক্ষার্থীদের কোনো না কোনো শারীরিক সমস্যা লেগেই থাকে। তাছাড়া এখানে রান্নার জন্য কোনো ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের পক্ষে রান্না করাও সম্ভব হয় না। খাবারের এমন সমস্যা শিক্ষার্থীদের পড়াশোনার উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। এই অবস্থায় হেলথকেয়ারে থাকা শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যসম্মত ক্যান্টিন স্থাপনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শিলমুন নাহার মুন
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন