Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেন্টাল ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় জবি শিক্ষার্থী আটক

জবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২১, ৬:৪৫ পিএম

ডেন্টালে ভর্তির করিয়ে দেয়ার মিথ্যা আশ্বাস ও নগদ অর্থ আত্মসাতের ঘটনায় আবু মুসা আসারী নামে একজনকে আটক করেছে ডিবি ওয়ারী বিভাগ। আটককৃত ওই শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী। রোববার রাতে গেন্ডারিয়া থানার নারিন্দা এলাকায় থেকে আবু মুসা আসারীকে আটক করা হয়। তার কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের ভুয়া ২টি পরিচয়পত্র, একাধিক ভুয়া এনআইডি কার্ড ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রবেশপত্রের কপি উদ্ধার জব্দ করা হয়।

ডিবি ওয়ারী বিভাগের ডিসি মুহাম্মদ আশরাফ হোসেন জানান, ভিকটিম তরুণী গত ১০ অক্টোবর ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছিলো। পরে মুসা আসারীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়। মুসা আসারী স্বাস্থ্য অধিদফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ভিকটিমের রোল নম্বর নেন। তাৎক্ষণিকভাবে যাচাই করে জানান যে তার রেজাল্ট ভালোই হয়েছে। ওই শিক্ষার্থী চান্স পেয়েছেন কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনিয়মের কারণে তার নাম আসেনি। তবে ১০ লাখ টাকার বিনিময়ে তাকে ডেন্টালে ভর্তি করিয়ে দিতে পারবেন। তাৎক্ষণিকভাবে ভিকটিমের কাছে এত টাকা না থাকায় মুসাকে ২ লাখ টাকা দেন।

তিনি আরও বলেন, বিশ্বাস অর্জন করার জন্য ভিকটিমের ইমো আইডিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক কর্মকর্তার পরিচয়পত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে ভুয়া কথোপকথনের স্ক্রিনশট পাঠান। টাকা দেওয়ার পর দিন মুসাকে ফোন দিয়ে রেজাল্টের বিষয়ে জানতে চাইলে সে জানায়, আজকের মধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ১ লাখ টাকা দিতে হবে। তা নাহলে রেজাল্ট পরিবর্তন হবে না। তখন বিষয়টি সন্দেহজনক মনে হয় ভুক্তভোগীর। বেশ কয়েকজন প্রার্থীর কাছ থেকে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন তিনি।
এর আগে গত শুক্রবার থেকে আবু মুসা আসারীর খোঁজ না মেলায় রোববার তার বড়ভাই গেন্ডারিয়া থানায় জিডি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ