গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
শ্রমিকরা মারধর করায় রাজধানীতে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে তার বাবার অভিযোগ। জানা যায়,
রাজধানীর সবুজবাগে আশরাফুল আলী (১৬) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ মাদারটেক এলাকা থেকে শনিবার লাশটি উদ্ধার করা হয়।
আশরাফুল বাগানবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আশরাফুলের বাবা ফরিদ হোসেন জানান, বাসা থেকে ঝুলন্ত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বাসার পাশে নির্মাণাধীন ভবনের শ্রমিকরা এক কিশোরীকে উত্ত্যক্ত করত। এ নিয়ে প্রতিবাদ করায় শ্রমিকরা তার ছেলেকে মারধর করেছিলেন। এর জের ধরে অভিমানে সে আত্মহত্যা করেছে।
সবুজবাগ থানার ওসি মুরাদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে শুনেছি যে ওই কিশোর আত্মহত্যা করেছে। তবে প্রকৃত কারণ এখনও জানা সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।