Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রতিশোধটা এভাবেই নিল ইংল্যান্ড!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

কার্লোস ব্র্যাথওয়েটের সেই চার ছক্কার প্রতিশোধ এমনভাবে নেবে ইংলিশরা তা কেউ কল্পনা করতে পেরেছিল। ক্রিকেটের নন্দনকানন সেদিন মরগ্যান, স্টোকস, বাটলারদের চোখের জলে ভিজেছিল। পাঁচ বছর পর দুবাইয়ে সেই হারের প্রতিশোধই মনে হয় নিল তারা। ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপে তাদের সর্বনিম্ন রানে (৫৫) অলআউট করে শুরুতেই লজ্জা দেয়। এরপর গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে, ৭০ বল হাতে রেখে।

২০১৬ বিশ্বকাপ যেখানে শেষ হয়েছিল, ২০২১ বিশ্বকাপ সেখান থেকেই শুরু হলো। পার্থক্য, এবার বিজয়ের মালা পড়ল ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। ওয়েস্ট ইন্ডিজের দলে কত বড় বড় নাম। একেকজন টি-টোয়েন্টি ক্রিকেট ফেরি করে বেড়ান এদেশ ওদেশ। ক্রিস গেইল, এভিন লুইস, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার। তারা তো টি-টোয়েন্টি ক্রিকেটের আইকন ক্রিকেটার। অথচ একদিনে সব তারার ছন্দপতন।
৫৫ রানের অলআউটের দিনে শুধুমাত্র ক্রিস গেইলই ৩ চারে দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন। বাকিরা সবাই সিঙ্গেল ডিজিটে সাজঘরে। বাউন্ডারি সংখ্যা বলতেও লজ্জা! গেইলের ৩টি বাদে হেটমায়ার ২টি ও ব্রাভো ১টি চার মারেন। ইনিংসের একমাত্র ছক্কাটি মেরেছেন লুইস।
পাওয়ার প্লে’তে তাদের ব্যাটিং অনেকটাই ঠিকঠাক ছিল। ৩১ রানে হারিয়েছিল ৪ উইকেট। পরের ১৬ বলে ১১ রান যোগ করতেই শেষ ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য এর আগেও ইংল্যান্ডের কাছে এমন লজ্জা পেয়েছিল তারা। টি-টোয়েন্টিতেই ইংল্যান্ড তাদের ৪৫ ও ৭১ রানে অলআউট করেছিল।
বোলিংয়ে দুই প্রান্ত থেকে আক্রমণ অব্যাহত রেখেছিল ইংল্যান্ড। সবচেয়ে বেশি ভুগিয়েছেন আদিল রশিদ। ২.২ ওভারে ২ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ইতিহাসের সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন। এছাড়া ২টি করে উইকেট পেয়েছে মঈন আলী ও টাইমাল মিলস। ১টি করে উইকেট নেন ক্রিস ওকস ও ক্রিস জর্ডান।
অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বোলাররাও চার উইকেট তুলে নিয়েছে ইংলিশদের। ১৪ বলে দ্রুত ৩ উইকেট হারায় তারা। ৪ উইকেট হারানো ইংলিশদের হাল ধরেন মরগ্যান ও বাটলার। তাদের অবিচ্ছিন্ন ১৭ রানের জুটি জয়ে বিশ্বকাপ শুরু করল গতবারের রানার্সআপরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: "টি২০ কাপ"

১৪ নভেম্বর, ২০২১
১৪ নভেম্বর, ২০২১
১৩ নভেম্বর, ২০২১
১৩ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ