Inqilab Logo

সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ১২:০৮ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে প্রতিদিন হাজারো শিক্ষার্থীর আনাগোনা। প্রতিনিয়ত শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকে ক্যাম্পাস। শিক্ষার্থীদের কোনো না কোনো ক্লাস বা ল্যাবে কাজ থাকে। প্রায় প্রতিদিনই ফিল্ড বা একাডেমিক ভবনে আসা যাওয়া করতে হয়। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় শিক্ষার পরিবেশ বজায় রাখা জরুরি। কিন্তু শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়জুড়ে জ্ঞান আহরণে ব্যস্ত ঠিক তখনই দেখা যায়, অবাধে বিচরণ করছে বহিরাগত কিছু মানুষ। তাদের এ আনাগোনায় ব্যহত হচ্ছে বিশ্বদ্যিালয়ের শিক্ষার পরিবেশ। কিছু জায়গায় (যেমন- শহীদ মিনারের আশেপাশে, হেলিপ্যাড, বঙ্গবন্ধু চত্বর ইত্যাদি) বহিরাগতদের আড্ডা, আনন্দ-উল্লাস ও বিজয় উদযাপন লক্ষ করা যায়। প্রায় সারাদিনই তাদের উপস্থিতি থাকে। বহিরাগত ছেলেমেয়েদের অশালীন আচরণ মাঝেমধ্যে উত্তেজনাকর পরিবেশ তৈরি করে। তারা মেয়ে শিক্ষার্থীদের প্রতি বাজে উক্তি প্রকাশ করে, একাডেমিক ভবনের আশেপাশে ছেলেমেয়ে খুব ঘনিষ্ঠভাবে বসে থাকাসহ খাবারের উচ্ছিষ্ট ও প্যাকেট জাতীয় দ্রব্যাদি যেখানে সেখানে ফেলে পরিবেশ নষ্ট করে। এছাড়াও রাস্তায় অযথা হর্ন বাজানো, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বেপরোয়াভাবে গাড়ি চালানো ইত্যাদি কর্মকান্ড প্রতিনিয়ত ঘটে চলেছে, যা শিক্ষার্থীদের সুস্থ মানসিকতার উপর বিরূপ প্রভাব ফেলছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত করছে। সুতরাং অবিলম্বে বহিরাগতদের প্রবেশ ও তাদের ক্যাম্পাসে অবস্থানের উপর বিধিনিষেধ জারি করে ক্যাম্পাসের সুস্থ স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শিলমুন নাহার মুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন