Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজশাহীতে পুলিশের অভিযানে জামায়াত শিবিরের ১২জন কর্মী আটক

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২১, ৪:৩৫ পিএম

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে গত রাতে পবা থানাধীন পালোপাড়া মধ্যপাড়া এলাকায় নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে গোপন বৈঠককালে ১২ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের কাছে থেকে বিভিন্ন জিহাদী বই মিছিলের ব্যানার জামায়াত শিবিরের সদস্য সংগ্রহ ফরম ইয়ানত আদায়ের হিসাব ও চাদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জামায়াত শিবিরের সক্রিয় কর্মী বলে স্বীকার করেছে । গ্রেফতারকৃতরা হলো: মোঃ মনিরুল ইসলাম (৫০), মোঃ কলিম উদ্দিন (৬৮), আব্দুল মতিন (২৫), মোঃ আব্দুল মমিন (২৫), মোঃ ফয়সাল আহমেদ (২০), মোঃ আজাহার আলী (৩৫), মোঃ আবু বক্কর (৪২), মোঃ আব্দুর রব (৩০), মোঃ উজ্জল হোসেন (৩৪), মোঃ আব্দুল হালিম(৩৫), মোঃ ওবেদ (৫০) ও মোঃ আবুল হোসেন (৬১)।

দুপুরে সাংবাদিক সম্মেলনে পুলিশ জানায়, মহামারী করোনাত্তোর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষা প্রতিষ্ঠানে নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করে শান্ত পরিবেশকে অশান্ত করা সাম্প্রতিক সময়ের নাশকতামূলক কর্মকান্ডকে বেগবান করা ও সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট করাসহ সরকার বিরোধী অপপ্রচার ও নাশকতার উদ্দেশ্যে এবং জামায়াত শিবিরের সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করা উপলক্ষ্যে আসামীরা গোপন বৈঠক করেছে বলে জানায়।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ২৩ অক্টোবর, ২০২১, ৫:১১ পিএম says : 0
    এককারি হুদা মিছা ইগুন জাজায়াত এর সদস্য নয়,হুদা মিছা বাঁধি লই গেছে,বাওরে কেউ কথা ও কইতহাইততে নয়,এইটা কি দেশ ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ