মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে করোনা মহামারি যে সময়ে শেষ হওয়ার কথা তার চেয়ে আরও এক বছর বেশি সময় লেগে যেতে পারে। কারণ হিসেবে সংস্থাটি বলছে, দরিদ্র দেশগুলো প্রয়োজন অনুযায়ী ভ্যাকসিন পাচ্ছে না। ডব্লিউএইচও’র সিনিয়র নেতা ড. ব্রুস আইলওয়ার্ড বলেছেন, এর অর্থ হলো করোনা সংকট খুব সহজেই ২০২২ সালের গভীর পর্যন্ত চলবে। বেশিরভাগ দেশেই ৪০ শতাংশ জনগোষ্ঠী টিকার আওতায় চলে এসেছে। তবে আফ্রিকার পাঁচ শতাংশেরও কম জনগোষ্ঠী টিকার আওতায় এসেছে। যেসব দেশের প্রয়োজন তাদের ইতোমধ্যে এক কোটি ডোজ টিকা দিয়েছে যুক্তরাজ্য। মোট ১০ কোটি ডোজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। ধনী দেশগুলোকে টিকা কেনার লাইন থেকে সরে দাঁড়ানোর আহবান জানান ড. ব্রুস আইলওয়ার্ড। তিনি মনে করেন এর ফলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কম আয়ের দেশগুলোকে টিকা সরবরাহকে অগ্রাধিকার দিতে পারবে। ধনী দেশগুলোকে নিজেদের টিকার চাহিদা পর্যালোচনা করে তাদের দানের প্রতিশ্রুতি পূরণের তাগিদ দেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।