Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা ইলিশ রক্ষা অভিযানে ১১৬ জেলে আটক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ১২:২৬ পিএম

শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১১৬ জেলেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার জানান, কঠোর নজরদারি ও খাদ্য সহায়তা সত্বেও জেলেরা গোপনে নদীতে জাল ফেলছে।

গত ২৪ ঘণ্টায় মা ইলিশ শিকারের অপরাধে ও মা ইলিশ রক্ষা অভিযানের ১৬তম দিনে শরীয়তপুরের পদ্মা ও মেঘনা বেষ্টিত ইলিশের প্রজনন এলাকার জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় ১৩টি অভিযানে ৮টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, মা ইলিশ শিকারের সময় ৭ লাখ ৩০০ মিটার কারেন্ট জাল ও ২১৯ কেজি মা ইলিশসহ ১১৬ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর ও পুলিশ প্রশাসন। এ সময় ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৭০ জনকে ৩ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস এবং জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ