Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৯ যুবক যুবতীকে আটক করেছে মহানগর পুলিশ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২১, ১:২৮ পিএম | আপডেট : ৩:৩৫ পিএম, ২০ অক্টোবর, ২০২১

সিলেট নগরীর সুরমা মার্কেটস্থ নিউ সুরমা (আবাসিক) হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ যুবক-যুবতীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়। তবে এসময় পালিয়ে যায় হোটেলের মালিক ও ম্যানেজার। গ্রেফতারকৃতরা হলেন- মো. ইমন মিয়া (২৬), তুহিন আহমদ (২৪), গোলাম রাব্বানী (৩৬), লাবণ্য আক্তার (২৫), সাথী আক্তার (২৪), শেফালী বেগম (২৫), জ্যোৎস্না আক্তার (২৫), নয়ন মণি (২৬) ও জেরিন আক্তার তারিন (২৩)।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, ওই নয়জনকে গ্রেফতারকালে হোটেলের মালিক আরজত চৌধুরী (৪৫) ও হোটেলের ম্যানেজার আব্বাস মিয়া (৪৭) পালিয়ে যান। কৌশলে। এরা পরস্পরের যোগসাজশে হোটেলে মেয়েদের দিয়ে পতিতাবৃত্তি করাতো। হোটেল মালিক ও ম্যানেজারসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধেদায়ের করা হয়েছে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ