Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউনিয়ন আ.লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ৯:২৪ এএম

পাহাড়ে আবারও রক্ত ঝরলো। এবার সন্ত্রাসীরা এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। জানা যায়, রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমাকে (৫৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত ১২টার পরে প্রায় ১৪/১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তার বাড়ির দরজা ভেঙ্গে প্রবেশ করে গুলি করে হত্যা করে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুচাইন চৌধুরী।

নেথোয়াই মারমা ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতিও ছিলেন।

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ‘আমরা জেনেছি আওয়ামী লীগের প্রার্থী নেথোয়াই মারমাকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত, পুলিশ সেখানে অভিযান চালায়।’

আগামী ১১ নভেম্বর এ ইউপিতে নির্বাচন হওয়ার কথা ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ