Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইট ভেঙে রড বাঁকিয়ে সেনাদের কসরত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

খালি হাতে ইট, পাথর ভেঙে এবং রড বাঁকিয়ে দক্ষতা প্রদর্শন করলো উত্তর কোরিয়ার সেনারা। যুদ্ধে দক্ষতা প্রমাণের অংশ হিসেবে এ কাজ করেছেন তারা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, তারা খালি হাতেই ইট ভাঙছেন, বাঁকা করছেন লোহার রড। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে দেশটির সেনারা নিজ নিজ দক্ষতা প্রদর্শন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনসহ অন্যান্য নেতারা। সেনাদের দক্ষতা প্রদর্শনের সময় কিমকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে। সেনাদের ইট এবং টাইলস ভাঙার পাশাপাশি ভাঙা কাচের টুকরা এবং লোহার ওপর শুয়ে থাকতে দেখা যায়। প্রদর্শনীতে দু’জনকে গলা দিয়ে লোহার রডও বাঁকাতে দেখা যায়। এক সেনা তার দু হাত দিয়েই লোহার শিকল ছিঁড়ে দেখিয়েছেন। দেশকে রক্ষায় উত্তর কোরিয়ার সেনারা কতটা প্রস্তুত সেটা শত্রæদের দেখানো হয়েছে বলে দাবি করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। এর আগে, মঙ্গলবার শত্রæদের মোকাবিলায় নিজেদের অস্ত্রের উন্নতি এবং একটি অপ্রতিরোধ্য সামরিক বাহিনী গঠন করার প্রতিজ্ঞা করেন কিম জং উন। যুক্তরাষ্ট্রের শত্রæতাপূর্ণ নীতি এবং দক্ষিণ কোরিয়ার সামরিক পদক্ষেপ কোরীয় দ্বীপের শান্তি বিনষ্ট করছে বলেও দাবি করেন তিনি। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাওসাং-১৬ সহ বিভিন্ন ধরনের অস্ত্রের সামনে দাঁড়িয়ে ‘প্রতিরক্ষা উন্নয়ন প্রদর্শনীতে’ এসব কথা বলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইট

৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ