Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেনি ভিলনভ ‘জেমস বন্ড’ ফিল্ম পরিচালনায় আগ্রহী

| প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

জেমস বন্ড রাজ্যে ড্যানিয়েল ক্রেইগের রাজত্ব শেষ হবার পর এখন সবার কৌতূহল কে করবে পর্দার এই আইকনিক স্পাইয়ের ভূমিকা আর কেই বা পরিচালনা করবে আগামী পর্ব। বিশেষ করে পরিচালনার ব্যাপারে অনেকেই অনেক সম্ভাবনার কথা বলেছে, অনেকেই ইচ্ছা প্রকাশ করেছে। এই তালিকার সর্বশেষ যুক্ত হলেন ‘ড্যুন’ পরিচালক ডেনি ভিলনভ। এমটিভির ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টের উপস্থাপক তাকে জিজ্ঞাসা করেন তিনি কি একটি ‘বন্ড’ ফিল্ম পরিচালনা করতে চান, ভিলনভ জবাব দেন, সত্য কথা বলতে, আমার উত্তর একটি বড় ‘হ্যাঁ’। ভিলনভ বন্ড চরিত্র আর একে নিয়ে তার চলচ্চিত্র নির্মাণের গভীর প্রত্যাশা প্রকাশ করেন এই পডকাস্টে। ‘আমি একদিন একটি ‘জেমস বন্ড’ ফিল্ম নির্মাণ করতে চাই। এই চরিত্রটিকে আমি শৈশব থেকে চিনি। আমার চরিত্রটির প্রতি বিশেষ ভালবাসা আছে। ড্যানিয়েল যা করেছে তার মত কিছু করা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তিনি চরিত্রটি নিয়ে যা করেছেন তা স্বতন্ত্র, শক্তিশালী আর অতুলনীয়। তিনিই পরম জেমস বন্ড। ক্যারি’র (পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা) চলচ্চিত্রটি দেখতে তর সইছে না। আমি রোমাঞ্চিত। আমি বন্ডের বড় ভক্তদের একজন।’ ‘সিকারিও’ পরিচালক ভিলনভ অবশ্যই যোগ্য ‘বন্ড’ নির্মাণে, তবে তাকে এজন্য কঠিন প্রতিযোগিতা করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেমস বন্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ