প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ব্রিটিশ বংশোদ্ভূত হলিউড অভিনেতা ইড্রিস এলবা জানিয়েছেন জেমস বন্ডের ভূমিকায় তার অভিনয়ের সম্ভাবনা নিয়ে মানুষের প্রশ্ন শোনতে শুনতে তিনি তিতিবিরক্ত হয়ে পড়েছেন।
যখন থেকে গুজব রটেছে জেমস বন্ড ০০৭-এর ভূমিকায় ড্যানিয়েল ক্রেইগ বিদায় নেবার পর তার স্থলাভিষিক্ত হবেন এলবা। আর এই বিষয়ে তাকে যে কত হাজারবার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তার হিসাব নেই। ‘জিমিল হিল ইজ আনবদার্ড’ পডকাস্টে উপস্থাপিকাকে এলবা বলেন, আমার এই ব্যাপারে আর কোনও উত্তর জানা নেই। আমে স্রেফ প্রশ্নকারীকে বলে দিই, ‘আমাকে এ নিয়ে প্রশ্ন করবেন না’।
তিনি বলেন, কিছু অলস সাংবাদিক আছে তারা এই প্রশ্নের ফাঁদ পাতে, তাদের উদ্দেশ্য থাকে : ‘এবার সে কী বলবে’। এখন অবস্থা এমন যে আমি মাঝে মাঝে কিছু না কিছু বলে দিই, তবে আমি বেশির ভাগ সময় চুপ থাকে। সম্প্রতি জানা গেছে, এলবা ‘বন্ড’ নির্মাতাদের সাফ জবাব দিয়ে দিয়েছেন, আর নিজের ফিল্ম ফ্র্যাঞ্চাইজের পরিকল্পনা করছেন। এর আগে সান জানায়, ‘ভক্তরা আর বারবারা ব্রকোলি চান এলবাকে বন্ডের ভূমিকায় তবে এলবা চান তার নিজের আলাদা ফিল্ম।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।