Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিচার্ড ম্যাডেন আগামী জেমস বন্ড!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

‘গেইমস অফ থ্রোন’ টিভি সিরিজের জন্য খ্যাত রিচার্ড ম্যাডেন এজেন্ট জিরো জিরো সেভেনের ভূমিকা থেকে ড্যানিয়েল ক্রেইগ বিদায় নেবার পর তার স্থান নিতে পারেন। এ ব্যাপারে ‘জেমস বন্ড’ সিরিজের নির্মাতাদের সঙ্গে তার আলোচনা চলছে। দ্য সান জানিয়েছেন ‘বডিগার্ড’ ড্রামা সিরিজে তার পারফর্মেন্স দেখে ‘জেমস বন্ড’ নির্মাতারা মুগ্ধ হবার পর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ক্রেইগের পর ম্যাডেনই হবেন জেমস বন্ড। ‘জেমস বন্ড’ সিরিজের প্রধান প্রযোজক বারবারা ব্রকোলির ঘনিষ্ঠ এক সূত্র বলেছে : “দেখে মনে হচ্ছে ম্যাডেনই কাজটি পেতে যাচ্ছে। সি যে বারবারার পছন্দের তালিকায় শীর্ষ আছে তাই নয় তিনি তাকে ভূমিকাটি অফার করতে যাচ্ছেন।” গত মাসে ম্যাডের বাবা বলেছিলেন তার ছেলে বন্ডের ভূমিকায় অভিনয়ে আগ্রহী। “আমি নিশ্চিত যে সে তার জীবন বৃত্তান্তে এটিকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী, তবে সে এখনই ঢাকঢোল পেটাচ্ছে না। হোক বন্ড বা অন্য যে কোনও চরিত্র যাই করি তা নিয়ে রিচার্ডের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। তবে সে যাই ভাবুক তা তার মনে রাখাই ভাল,” অভিনেতাটির বাবা বলেন। ক্রেইগকে নিয়ে ২৫তম ‘জেমস বন্ড’ ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে মুক্তি পাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেমস বন্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ