Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্যানিয়েল ক্রেইগের জন্য জেমস বন্ডের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২০, ১২:০২ এএম

‘জেমস বন্ড’ সিরিজের সর্বশেষ ফিল্ম ‘নো টাইম টু ডাই’-এর শুটিংয়ে অংশ নেয়ার অভিজ্ঞতা নিয়ে একটি ছোট দুঃখবোধ রয়ে গেছে অভিনেতা ড্যানিয়েল ক্রেইগের। দ্রæতগতির দৃশ্যায়নের সময় জিরো জিরো সেভেনের বিখ্যাত অ্যাস্টন মার্টিন ডিবি৫ গাড়িটি চালাবার অনুমতি ছিল না তার, নিরাপত্তাজনিত কারণে। টপ গিয়ার ম্যাগাজিনকে এক সাক্ষাতকারে ৫১ বছর বয়সী অভিনেতাটি জানিয়েছেন, খুব বিপজ্জনক হবে বলে একই সঙ্গে গাড়ি চালানো আর অভিনয় করা তার জন্য নিষিদ্ধ ছিল। তাই, হাই-স্পিড দৃশ্যগুলোতে তার জায়গা নিয়েছিলেন স্টান্ট ড্রাইভার মার্ক হিগিন্স। “আপনারা তো জানেনই আমরা ভান করি, জানেন না? এখন আর এমন পরিস্থিতিতে আমার গাড়ি চালাবার অনুমতি নেই, যদিও আমি নিজে গাড়ি চালাই। মাতেরা (ইতালি) আমাকে ডিবি৫ ডোনাট করার অনুমতি দেয়া হয়, অসাধারণ লেগেছে।” স্টান্ট ড্রাইভার হিগিন্স এস্কোয়ার সাময়িকীকে জানিয়েছেন ক্রেইগের শেষ ‘বন্ড’ তিনি বাস্তবেই দৃশ্যগুলো করেছেন। তিনি বলেন, “আমার ধারণা এমন অনেক ফিল্ম সিজিআইয়ের আশ্রয় না নিয়ে যতটা সম্ভব বাস্তবে দৃশ্যায়ন করছে।” তিনি আরও বলেন : “পরিবেশ খুব সীমাবদ্ধ ছিল, খুব প্রতিকূল, সুতরাং কাজ করা ছিল দুরূহ।” ক্রেইগ সম্পর্কে তিনি বলেন : “ তিনি অসাধারণ অভিনেতা। আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে ড্রাইভ করতে দিয়েছেন আর তাকে তাই অভিনয় করতে দিয়েছি। আমাদের মধ্যে এমনই ছিল চুক্তি।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ