Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিয়া সিদু মনে করেন না কোনও নারী জেমস বন্ড হতে পারে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

সর্বশেষ ‘জেমস বন্ড’ ফিল্ম ‘নো টাইম টু ডাই’তে ড. ম্যাডেলিন সোয়ানের ভূমিকায় অভিনয় করেছেন লিয়া সিদু। তিনি জেমস বন্ড চরিত্রে কোনও নারীর অভিনয়ের বিষয়টি বাতিল করে দিয়েছেন। সিদু এর আগে ২০১৫’র ‘বন্ড’ ফিল্ম ‘স্পেক্টার’-এও অভিনয় করেছিলেন। তিনি বলেন, ‘জেমস বন্ড হল জেমস বন্ড। আমার মনে হয় না এই চরিত্রটি কোনও নারীর করা উচিত।’ ৩৬ বছর বয়সী অভিনেত্রী মনে করেন তরুণতর অভিনেত্রীদের শক্তিশালী নারীর ভূমিকায় অভিনয় করা জরুরী। পক্ষান্তরে তিনি মনে করেন সেটি হতে হবে অন্য কোনও নারী স্পাইয়ের চরিত্র অন্য কোনও স্পাই ফিল্ম সিরিজে ‘জেমস বন্ড’ সিরিজে নয়। তিনি স্কাই নিউজকে বলেন, ‘তরুণ অভিনয়শিল্পীদের শক্তিশালী নারী ভূমিকায় অভিনয় করে নজির স্থাপন করা দরকার- তবে তা হতে পারে অন্য কোনও ফিল্মে অন্য কোনও নারী স্পাইয়ের চরিত্রে।’ ড্যানিয়েল ক্রেইগ ‘নো টাইম টু ডাই’তে শেষবারের মত কল্পিত ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ড জিরো জিরো সেভেনের ভূমিকায় অভিনয় করেছেন। তিনিও এর আগে বলেছিলেন- কোনও নারীর এই ভূমিকায় স্থলাভিষিক্ত হওয়া উচিত হবে না। তবে তিনি মনে করেন এ ধরণের শক্তিশালী চরিত্রে নারী ও অন্য গাত্রবর্ণের শিল্পীদেরও সুযোগ দেয়া উচিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ