Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেমস বন্ড ভূমিকায় হিউ জ্যাকম্যান : ড্যানিয়েল ক্রেইগের কটাক্ষ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

ড্যানিয়েল ক্রেইগ আর হেনরি ক্যাভিল যখন জেমস বন্ড চরিত্রের জন্য দৌড়াচ্ছিলেন তার অনেক আগে পিয়ের্স ব্রসনানের জায়গায় আরেক অভিনেতাকে ভাবা হচ্ছিল, তিনি হলে হিউ জ্যাকম্যান; ব্রসনান ২০০২ সালের ‘ডাই অ্যানাদার ডে’র পর সিরিজ ছেড়ে দেবার পর জ্যাকম্যানের কথা ভাবা হচ্ছিল। বাস্তবে ক্রেইগই জয়ী হন। এখন ‘নো টাইম টু ডাই’র পর যেহেতু ক্রেইগ আর সুপারস্পাই বন্ডের ভূমিকায় ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন, তার স্থলাভিষিক্ত কে হবে তাই বিশাল কৌতূহল। নাম আসছে ‘সুপারম্যান’ অভিনেতা হেনরি ক্যাভিল আর ‘মর্টাল এনজিন্স’ রেজি-জিন পেইজসহ আরও কয়েকজনের। তবে ‘উলভেরিন’ অভিনেতা জ্যাকম্যান সম্ভাবনার তালিকায় আছেন। তবে ক্রেইগ রসিকতা করে বলেছেন জ্যাকম্যান শুধু তার মৃতদেহ মাড়িয়েই বন্ড হতে পারবে। ক্রেইগের এক সাক্ষাতকার ভিডিও শেয়ার করেছেন জ্যাকম্যান, যাতে বন্ড অভিনেতাকে জিজ্ঞাসা করা হয় তার পর কে? বন্ধু জ্যাকম্যানের নাম এলে ক্রেইগ বলেন, ‘সে হতে পারবে না। হলেও আমার মৃতদেহ মাড়িয়ে।’ জ্যাকম্যান নিজেও এতে হেসেছেন, আর তাপর লিখেছেন, ‘এতেই গুজবটা মারা গেছে! ড্যানিয়েল, বন্ধু, তুমিই সবসময় আমার কাছে জিরোজিরো সেভেন।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেমস বন্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ