বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে আওয়ামীলীগ নেতাদের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রাম-রংপুর সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের একটি গ্রুপের নেতা-কর্মীরা। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খলিলগঞ্জ, ত্রিমোহনী, দাশেরহাট ও কাঁঠালবাড়ীতে এই অবরোধ ও বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়। এসময় সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার রাতে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে আসা কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিককে অভ্যর্থনা জানানোকে কেন্দ্র করে কুড়িগ্রাম সার্কিট হাউজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানসহ ১০জন নেতা-কর্মী আহত হয়। ভাংচুর করা হয় সার্কিট হাউজের জানালা। এ ঘটনাকে কেন্দ্র করে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।