মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টাটা এমন একটা নাম যা প্রায় প্রত্যেকদিন কোনো না কোনো কারণে খবরের শিরোনামে উঠে আসে। সম্প্রতি টাটার এয়ার ইন্ডিয়া কেনার পর থেকে টাটা চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার গ্রুপ সব জায়গায় চর্চার বিষয় হয়ে উঠেছে। মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে বিরোধীরা এক গুরুতর অভিযোগ তুলে আসছে। অভিযোগ এই যে, কেন্দ্র সরকার আদানি-আম্বানিদের হাতে দেশের বড় বড় পরিষেবা তুলে দিচ্ছে।
কেন্দ্র সরকার সাধারণ নাগরিকদের সুবিধা না দেখে আদানি-আম্বানির মতো বড় বড় কোম্পানির সুযোগ সুবিধা দেখছে বলে অভিযোগ করে আসছে কংগ্রেসসহ বাকি বিরোধী দলগুলো। তবে এতদিন বিরোধী দলগুলোর মুখে শুধুমাত্র আদানি-আম্বানি নাম শোনা গেলেও এবার এ তালিকায় নতুন সংযোজন এসেছে।
এখন কংগ্রেস অভিযোগ তুলেছে, আদানি-আম্বানির সাথে সাথে টাটা গ্রুপকেও মোদি সরকার দেশের পরিষেবা হস্তান্তর করছে। আসলে রতন টাটার কোম্পানি এয়ার ইন্ডিয়াকে সরকারের কাছ থেকে কিনে নিয়েছে, যে কারণে বিরোধী দলগুলো এখন টাটাকে টার্গেট করতে শুরু করেছে।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, মোদি সরকার নিজের বন্ধুদের ১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়া বেঁচে দিল। বেনারসের এক সভা থেকে মোদি সরকারের উপর আক্রমণ করে এ মন্তব্য করেন কংগ্রেস নেত্রী।
প্রসঙ্গত, দি ইয়ার ইন্ডিয়া একসময় টাটা গ্রুপের ছিল। পরবর্তীকালে কংগ্রেস সরকার তা টাটা থেকে ছিনিয়ে নেয়। আর এখন পুনরায় রতন টাটার নেতৃত্বে টাটা গ্রুপ ঋণে ডুবে থাকা এয়ার ইন্ডিয়াকে কিনে ইতিহাস গড়েছে। সূত্র : ইন্ডিয়া র্যাগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।