মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের আসাম রাজ্যে সম্প্রতি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোকদের কথিত উচ্ছেদের নামে তাদের ওপর যে হামলা ও নিপীড়ন চালানো হয়েছে তার তীব্র নিন্দা করেছে ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের দরং জেলায় কয়েক শ মুসলিম পরিবারকে সরকারি জমি থেকে উচ্ছেদের সময় পুলিশের অভিযানকে পদ্ধতিগত (সিস্টেমেটিক) নিপীড়ন এবং সহিংসতা বলে অভিহিত করেছে ওআইসি। এ ব্যাপারে ভারত সরকারের সমালোচনা করার পাশাপাশি দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয়েছে। ওআইসি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে ওই ঘটনার মিডিয়া কভারেজকে লজ্জাজনক বলে অভিহিত করেছে। একই সঙ্গে ভারত সরকারের কাছে এসব বিষয়ে দায়িত্বশীল আচরণ করার আবেদন জানিয়েছে ৫৭টি মুসলিম দেশের এ সংস্থাটি। ওআইসি বিবৃতিতে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা প্রদান এবং তাদের সকল ধর্মীয় ও সামাজিক মৌলিক অধিকারের প্রতি সম্মান জানাতে ভারত সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। জাতীয় সার্বভৌমত্বের মধ্যে যেকোনো সমস্যা সমাধানের সর্বোত্তম উপায় পারস্পরিক আলোচনা বলেও বিবৃতিতে উল্লেখ হয়েছে।
উল্লেখ্য, আসামের দরং জেলার ধোলপুর গ্রামে গত ২৩ সেপ্টেম্বর কথিত অবৈধ দখলদার উচ্ছেদের নামে নৃশংস অভিযান চালায় পুলিশ। এতে পুলিশের গুলিতে অন্তত দুই সংখ্যালঘু মুসলিম নিহত হন। এ ছাড়া অনেক আহত এবং কয়েক শ মানুষ উদ্বাস্তু হয়ে পড়ে। প্রশাসনের দাবি, ওই ঘটনায় এলাকাবাসীর হামলায় ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। রাজ্য সরকার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। সূত্র : ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।