Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাপোর্তা আশা করেছিলেন টাকা ছাড়া খেলবেন মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ৫:১৭ পিএম

বার্সা সভাপতি জোয়ান লাপোর্তা শিকার করেছেন তিনি পুরো মৌসুম আশায় ছিলেন মেসি বার্সার জন্য কোন টাকা ছাড়াই খেলবেন। বেতন সংক্রান্ত ঝামেলার কারণে মেসিকে ইচ্ছার বিরুদ্ধে বার্সা ছাড়তে হয়েছে। আর্জেন্টাইন সুপারস্টার মেসি ছিলেন বার্সার সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়।

এ বছরের জুন মাসে বার্সার সঙ্গে চুক্তি শেষ হয় মেসির। এরপর আর্থিক সমস্যার কারণে চুক্তি নবায়ন হয়নি। ফলে নাটকীয়ভাবে মেসি যোগ দেন পিএসজিতে।

মেসির চলে যাওয়া নিয়ে আজ একটি সাক্ষাতকারে কথা বলেছেন লাপোর্তা। সেখানেই তিনি জানিয়েছেন তারা আশা করেছিলেন ক্লাবের যেহেতু আর্থিক সমস্যা আছে, তাই মেসি হয়তো কোন টাকা ছাড়াই খেলবেন।

এ ব্যপারে লাপোর্তা বলেন, 'তার উপর রাগ করার মতো ভালবাসি তাকে। কিন্তু একটা সময় আসে, তখন সবকিছু হয় না। আর এ ক্ষেত্রে আমাদের দুই পক্ষের মধ্যেই হতাশা ছিল।'

'বার্সায় থাকার প্রবল ইচ্ছা ছিল মেসির। কিন্তু আবার চাপও ছিল, তার কাছে যে অফার ছিল সেটির কারণে।। সে জানত যদি বার্সায় সে না থাকে তাহলে তাকে পিএসজিতে যেতে হবে।'

'মেসি বার্সার ইতিহাসে সবচেয়ে সেরা খেলোয়াড় হিসেবেই বিবেচিত হবে, আর আমাকে এটি নিশ্চিত করতে হবে। সবকিছু বিশ্লেষণ করলে দেখা যায় বার্সা ছাড়ার আগেই পিএসজি মেসিকে অনেক টাকার অফার দিয়েছিল। আমরা এটি জানতাম।'

'সিদ্ধান্ত নেয়ার বিষয়ে যদি বলি, আমি জানতাম আমি ঠিক কাজটিই করছিলাম। আমি আশা করেছিলাম পরিবর্তন আসবে, মেসি বার্সায় থাকবে এবং ক্লাবের জন্য বিনা পারিশ্রমিকে খেলবে। তবে তার মতো একজন খেলোয়াড়ের কাছ থেকে তো আমরা এমনটা আশা করতে পারিনা।'

'তার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক আছে। আমরা যদি আর্থিক মন্দা কাটিয়ে উঠতে পারতাম তাহলে তাকে হয়তো ক্ষতিপূরণ দিতে পারতাম। কিন্তু আমরা তার কাছে জানতে চাইতে পারিনি সে পিএসজির কাছ থেকে কত টাকার প্রস্তাব পেয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসি

৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ