Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএসআইয়ের নতুন প্রধান জেনারেল নাদিম আনজুম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) নতুন প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুমকে। বুধবার এ নিয়োগ দেয়া হয়। তিনি বর্তমান আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের স্থলাভিষিক্ত হবেন। লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে পেশোয়ার ভিত্তিক একাদশ করপোরালের কমান্ডার হিসেবে পোস্টিং দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডন। কয়েকদিন ধরেই দেশের গোয়েন্দা বিভাগে পরিবর্তন আসবে বলে আলোচনা চলছিল। তার মধ্যেই আইএসের নতুন মহাপরিচালক নিয়োগের ঘোষণা এলো। মনে করা হচ্ছে, রদবদলের এই বিষয়টি কিছুদিন ধরেই বিবেচনাধীন ছিল। কিন্তু মঙ্গলবার কোর কমান্ডারদের বৈঠকের পর পরিবর্তনের ঘোষণা দেয়া হয়। পরে সেনা প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া বুধবার সাক্ষাত করেন প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে। তার সাথে নতুন এই নিয়োগ নিয়ে আনুষ্ঠানিকভাবে চ‚‚ড়ান্ত আলোচনা করেন। আইএসআই মহাপরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর রয়েছে বিশেষ ক্ষমতা। ফলে নতুন মহাপরিচালক নিয়োগের বিষয়টি সেনা প্রধানের সাথে পরামর্শক্রমে চ‚ড়ান্ত করেন প্রধানমন্ত্রী ইমরান খান। নতুন মহাপরিচালক লেফটেন্যান্ট নাদিম আনজুম ১৯৮৮ সালে সেনাবাহিনীতে কমিশন্ড লাভ করেন। আগে তিনি করাচিতে পঞ্চম কর্পোরালের প্রধান ছিলেন। তিনি খাইবার পখতুনখাওয়া, বেলুচিস্তান প্রদেশ এবং করাচিতে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন। এর ওপর ভিত্তি করে সম্ভবত সেনাপ্রধান তাকে বেছে নিয়েছেন। এর আগে তাকে যেসব এসাইনমেন্ট দেয়া হয়েছিল তাতে তিনি আভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ এবং বৈদেশিক চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করেছেন। খুররম এজেন্সিতে একজন ব্রিগেড হিসেবে কমান্ড দিয়েছেন জেনারেল আনজুম। বেলুচিস্তানে ফ্রন্টিয়ার কোর (উত্তর)-এ নেতৃত্ব দিয়েছে এই এজেন্সি। যে সময়ে আইএসআইয়ে পরিবর্তন আনা হয়েছে, তাতে অনেকেই বিস্মিত। সাধারণভাবে মনে করা হয়, দুই বছর পদে থাকা সত্তে¡ও আইএসআইয়ের মহাপরিচালক হিসেবে আগামী বছর এপ্রিল পর্যন্ত মেয়াদ ছিল জেনারেল হামিদের। তার এই সময়কাল দেশের ভিতরে ও বাইরে বহু বিতর্কের জন্ম দিয়েছে। এ জন্য অনেক সময় মিডিয়ার লাইমলাইটে ছিল আইএসআই। তিনিও ব্যক্তিগত বৈশিষ্ট্য নিয়ে এ পদে এসেছিলেন। ওই সময় আইএসআই দেশের ভিতরে নিরাপত্তার দিকে বেশি মনোযোগ দিয়েছিল। ২০২২ সালে পাকিস্তানে নতুন সেনা প্রধান আসার কথা। তা নিয়ে একরকম দৌড় শুরু হয়ে গেছে ভিতরে ভিতরে। সেই দিক থেকে এই পরিবর্তনকে দেখছেন অনেকে। জেনারেল হামিদকে এ পদের একজন প্রতিদ্ব›দ্বী হিসেবে মনে করা হয়। ধারণা করা হয়, সেনা প্রধান হতে হলে চার তারকা পদবী প্রয়োজন হয়। তা অর্জনের জন্য তাকে একটি কোরে পাঠানো হয়েছে। তাকে মোতায়েন করা হয়েছে পেশোয়ারে। এটি আফগানিস্তানের কাছাকাছি। ফলে তিনি আফগানিস্তান সমস্যায় যুৎসই পদক্ষেপ নেবেন বলে মনে করা হয়। তার দু’বছরের ক্ষমতার সময় আফগানিস্তানে শান্তি ও পুনরেকত্রীকরণে প্রচেষ্টা চালায় পাকিস্তান। মনে করা হয়, তিনি এর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। অনলাইন ডন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএসআই

৫ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ