Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএসআই প্রধান পদে নিয়োগ পেলেন অসিম মুনির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ৪:০৯ পিএম | আপডেট : ৪:১০ পিএম, ১০ অক্টোবর, ২০১৮

পাকিস্তানের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আইএসআই’র নতুন মহপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লে. জেনারেল অসিম মুনির। বুধবার তাকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয় বলে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে। খবর ডন।
প্রতিবেদন অনুযায়ী, আইএসআই এর সাবেক মহাপরিচালক লে. জেনারেল নাভিদ মুখতার অবসরে যাওয়ার আগে থেকেই গণমাধ্যমে অসিম মুনিরকে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। কেননা, গত মাসে পাকিস্তান সেনাবাহিনী মুনিরসহ ছয় সেনা কর্মকতাকে মেজর জেনারেল থেকে লে. জেনারেলে পদোন্নতি দেয়।
এর আগে লে. জেনারেল মুনির সামরিক গোয়েন্দা শাখার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও পাকিস্তানের উত্তরাঞ্চলীয় সেনাবাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএসআই প্রধান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ