মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের বিভিন্ন বাহিনীর প্রধানরা মঙ্গলবার দেশের প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) সদর দফতরে এক বিরল বৈঠকে মিলিত হয়ে অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের অশুভ চক্রান্ত ও অন্যান্য আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছেন। বৈঠকের পর এক বিবৃতিতে আইএসপিআর বলে, আঞ্চলিক নিরাপত্তা ইস্যুগুলোর ব্যাপারে সেনা নেতৃবৃন্দকে বিস্তারিতভাবে অবহিত করা হয়। এতে এলওসি এবং ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর পরিস্থিতির উপর বেশি মনোযোগ দেয়া হয়। বৈঠকে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল নাদিম রাজা, সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া, নৌবাহিনী প্রধান এডমিরাল জাফর মেহমুদ আব্বাসি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান অংশ নেন। এছাড়া চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল শাহির শামশাদ মির্জাও বৈঠকে উপস্থিত ছিলেন। আইএসপিআর জানায়, সিজেসিএসসি ও বাহিনী প্রধানরা জাতীয় নিরাপত্তার জন্য আইএসআই’র নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন এবং এর পেশাগত প্রস্তুতির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। জাতীয় নিরাপত্তার ব্যাপারে আলোচনার জন্য আইএসআই সদর দফতরে সব সার্ভিস প্রধানদের মিলিত হওয়া একটি বিরল ঘটনা। সাধারণত তারা জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির বৈঠকে মিলিত হন। এটাই তিন বাহিনীর সর্বোচ্চ ফোরাম। ২০১৮ সালের জুলাইয়ের পর এ ফোরামের কোন বৈঠক হয়নি। সঙ্কটের সময় ম‚লত আন্ত:বাহিনী সমন্বয় নিশ্চিত করতে এই ফোরামের বৈঠক জরুরি হয়ে পড়ে। আইএসআই দেশের রাজনৈতিক ও সামরিক নেতাদের পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং দিয়ে থাকে। চলতি বছরেই দুবার আইএসআই সদর দফতর পরিদর্শনে গিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এবারের ব্রিফিংয়ের বিশেষ তাৎপর্য আছে বলে মনে হচ্ছে। কারণ চিরপ্রতিদ্ব›দ্বী ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির সময় এই ব্রিফিংয়ের আয়োজন করা হলো। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত বিরোধে জড়িয়ে পড়া, দুর্বল অর্থনীতি ও অবনতিশীল করোনা পরিস্থিতির মতো বহুরকম সঙ্কটে আটকা পড়েছে ভারত। সোমবার চীন-ভারতের মধ্যে যে সংঘাত হয় তাতে ১৯৭৫ সালের পর প্রথমবারের মতো হতাহতের ঘটনা ঘটে। এতে মোদি সরকার দেশে কঠিন অবস্থায় পড়েছে। ডন, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।