Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্যবিধি উপেক্ষিত

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

বর্তমানে রাস্তাঘাট, হাটবাজার ও জনাকীর্ণ স্থানগুলোতে মানুষের চলাফেরা অনেকটাই করোনা-পূর্ব স্বাভাবিক সময়ের মতোই। অধিকাংশ মানুষের মুখেই মাস্ক নেই। শারীরিক দূরত্ব মেনে চলার নিয়মও মানছে না। স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে তাদের নানা অজুহাত। এছাড়াও দেদারসে চলছে রিক্সা, ভ্যান, ইজিবাইক ও অন্যান্য যানবাহনে আনাগোনা থাকে অসংখ্য মানুষের। সেখানেও কোনো সামাজিক দূরত্ব বা বিন্দুমাত্র স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। বাজার বা মার্কেটগুলো থেকে সংক্রমণের ঝুঁকি তৈরি হলেও, প্রশাসনের তেমন কোনো তদারকিও লক্ষ করা যাচ্ছে না। রাজধানী ঢাকার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের সময় অধিকাংশ দূরপাল্লার বাসেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। কাউন্টারের বেশিরভাগ টিকিট বিক্রেতা ও ম্যানেজারের মুখে মাস্ক নেই। নেই জীবাণুনাশক ব্যবস্থা। তবে কারো কারো কাছে মাস্ক থাকলেও তা থুঁতনিতে ঝুলে থাকে। বাসে ওঠার দরজায় নেই জীবাণুনাশক স্প্রে। জনসাধারণও কথা শুনছে না বা স্বাস্থ্যবিধি মানছে না, এটা বলে দায়িত্ব শেষ করার সুযোগ নেই। স্বাস্থ্যবিধি মানানোর দায়িত্বটা সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও দায়িত্বপ্রাপ্তদের। এ ক্ষেত্রে সরকারের কঠোরতা ও আইনের সুষ্ঠু প্রয়োগ চাই। তা নাহলে আবার যে কোনো সময় ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনা সংক্রমণ।

সুরাইয়া ইয়াসমিন তিথি
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন