Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্লাইওভার চাই

| প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

ফেনীর মহীপালের পর গুরুত্বপূর্ণ যান চলাচলের জায়গা হলো লালপোল এলাকা। ফেনীর সদর উপজেলা ৬টি ইউনিয়ন এবং সোনাগাজী উপজেলা ৯টি ইউনিয়নের যোগাযোগ হয় এই লালপোল এলাকা দিয়ে। এই জায়গা দিয়ে প্রতিদিন প্রায় ৮ হাজার সিএনজি, ৩৫টি টাউন সার্ভিস, সোনাগাজী গামী ৫৫টি বাস, ৬০টি উপক‚লসহ বিভিন্ন ছোট বড় গাড়ি প্রতিদিন দুটি ইউর্টান দিয়ে ফেনী পৌঁছায়। কিন্তু ওভার পাস বা আন্ডারপাস সিস্টেম না থাকায় প্রতিটা যানবাহনকে ঝুঁকি নিয়ে ইউর্টান পার হতে হয়। ঢাকা-চট্টগ্রামগামী বড় বড় বাস, ট্রাকগুলো খুব দ্রুত গতিতে চলাচল করে বিধায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এতে অনেক হতাহতের ঘটনাও ঘটে। বড় গাড়িগুলোর জন্য যদিও আরো ১০০ মিটার উত্তরে একটা ইউর্টান বানিয়ে দেওয়া আছে। কিন্তু গাড়িগুলো ঐ ইউর্টান ব্যবহার করে না। বর্তমানে প্রতিদিন ৪ জন ট্রাফিক পুলিশ নিয়োজিত থাকেন এখানে। তারা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গাড়ি নিয়ন্ত্রণের কাজ করেন। তারপরও এখানে গাড়ি তাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়। কর্তৃপক্ষের পক্ষ থেকে অনেকবার আশ্বাস দেওয়ার পরও এখানে ফ্লাইওভার নির্মাণের বিষয়ে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই অতি দ্রুত ফেনীর লালপোল এলাকায় ফ্লাইওভার স্থাপনের দাবি জানাচ্ছি।

মাজহারুল ইসলাম শামীম
শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজে, ফেনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন