Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদ বন্ধ করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের অনুভূতিকে অসম্মান করছে ভারত : মেহবুবা মুফতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ৭:৪৯ পিএম

ভারত কর্তৃক অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভাপতি মেহবুবা মুফতি শনিবার ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বলেন, কাশ্মীরের মসজিদ ও মাজারে মানুষকে নামাজ পড়া থেকে বিরত রাখার মাধ্যমে ভারত সরকার সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের অনুভূতির প্রতি "অসম্মান" দেখিয়েছে।–ইন্ডিয়া টিভি

কোভিড-১৯ প্রাদুর্ভাবের প্রেক্ষিতে গত কয়েক সপ্তাহ ধরে এখানে নওহাট্টার জামিয়া মসজিদ সহ শ্রীনগর শহরের কয়েকটি মসজিদ এবং মাজার অব্যাহতভাবে বন্ধ করার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।পিডিপি সভাপতি ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি টুইটারে লিখেছেন, কাশ্মীরের মসজিদ ও মাজারে প্রার্থনা ও উপাসনা করা থেকে জনগণকে বিরত রাখা সরকারকে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের অনুভূতির প্রতি অসম্মান দেখানো হয়। বিশেষ করে এমন সময়, যখন পার্ক ও পাবলিক স্পেস খোলা থাকে এবং দিনভর অগণিত জনাকীর্ণ সরকারি অনুষ্ঠান হয়। তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগের পুনরাবৃত্তি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ