বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চলিত বছর সেপ্টেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১০৬ কোটি ৯৮ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ ছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৪৫ জন চোরাকারবারিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২২১ জন বাংলাদেশি ও ৯ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শনিবার (২ অক্টোবর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২০ লাখ ৩ হাজার ৭৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২২ হাজার ৩৬৮ বোতল ফেনসিডিল, ১৫ হাজার ৬৮৪ বোতল বিদেশি মদ, ২ হাজার ৯৩৮ ক্যান বিয়ার, ১ হাজার ৫৬৫ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ৯ কেজি ১৫৫ গ্রাম হেরোইন, ১৩ হাজার ৯৯টি ইনজেকশন, ৭ হাজার ৪৯৭টি ইস্কাফ সিরাপ, ১২৫ বোতল এমকেডিল বা কফিডিল, ৪৯ হাজার ৬৭৫টি অ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট এবং ১ লাখ ৭৫ হাজার ১০২টি অন্যান্য ট্যাবলেট।
আর জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৬ কেজি ৬৮ গ্রাম স্বর্ণ, ৫৩ কেজি ৬০০ গ্রাম রূপা, ১ লাখ ১৮ হাজার ২০৫টি কসমেটিক্স সামগ্রী, ৪ হাজার ৮৪২টি শাড়ি, ২ হাজার ৩৩৫টি থ্রি পিস বা শার্ট পিস, ৪১০ মিটার থান কাপড়, ১১২টি তৈরি পোশাক, ৩ হাজার ৩৭৮ ঘনফুট কাঠ, ১০ হাজার ৮২৬ কেজি চা পাতা, ২৬ হাজার ৫০ কেজি কয়লা, পাঁচটি ট্রাক বা কাভার্ডভ্যান, ১০টি প্রাইভেটকার বা মাইক্রোবাস, আটটি পিকআপ, ৬০টি সিএনজি বা ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৭০টি মোটর সাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, পাঁচটি বিভিন্ন প্রকার গান, পাঁচটি ম্যাগজিন এবং ১২ রাউন্ড গুলি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।