Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেউ যেন ভ্যাকসিন সুরক্ষা বৃত্তের বাইরে না থাকে, নিশ্চিত করতে বললেন নরেন্দ্র মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৯:২৬ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্যাপক প্রাণহানির শিকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেডিও সম্প্রচার ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশটির জনগণকে কোভিড প্রোটোকল বা স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং কেউ যাতে টিকা দেওয়ার "নিরাপত্তার বৃত্ত" থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার আহ্বান জানান। -ট্রিবিউন

তার মাসিক "মন কি বাত" রেডিও সম্প্রচারে, মোদি আরও বলেন, সাধারণ মানুষ ফিন-টেক ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসের (ইউপিআই) মাধ্যমে ডিজিটাল লেনদেনের সাথে সংযুক্ত হচ্ছে এবং এর বিস্তার বাড়ছে। তিনি বিশ্ব নদী দিবসে নদীর তাৎপর্যও তুলে ধরে বলেন, এগুলো জৈবিকভাবে ভারতের প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে সম্পর্কিত। তিনি নদীগুলোকে দূষণমুক্ত রাখার জন্য সম্মিলিত প্রচেষ্টার জন্য আহ্বান জানান। তিনি বলেন, যেহেতু আমরা আজ বিশ্ব নদী দিবস উদযাপন করছি, আমি সারা দেশের মানুষকে প্রতি বছর অন্তত একবার 'নদী উৎসব' উদযাপন করার আহ্বান জানাই।

নদীগুলোকে পুনরুজ্জীবিত করতে সরকারি পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, “নমামি গঙ্গে” প্রকল্প মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। এটা সত্য যে, প্রযুক্তি অর্থনৈতিক পরিচ্ছন্নতায় অনেক সাহায্য করতে পারে। এটা আমাদের জন্য আনন্দের বিষয় যে, গ্রামেও সাধারণ মানুষ ফিন-টেক ইউপিআই-এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের দিকে যুক্ত হচ্ছে এবং এর বিস্তার বাড়ছে।

মোদী বলেন, আগস্টে ৩৫৫ কোটি ইউপিআই লেনদেন হয়েছে, যার মানে হল যে, ইউপিআই ডিজিটাল লেনদেনের জন্য ৩৫০ কোটি বারের বেশি ব্যবহার করা হয়েছিল। আজ, ইউপিআই -এর মাধ্যমে গড়ে ৬ লক্ষ কোটি টাকার বেশি ডিজিটাল পেমেন্ট হচ্ছে। তিনি বলেন, বিশেষভাবে অক্ষমদের আট সদস্যের একটি দল সিয়াচেন হিমবাহের সর্বোচ্চ চূড়া (১৫,০০০ ফুট) "কুমার পোস্ট" -এ তেরঙা উত্তোলন অনুপ্রেরণাদায়ক। কৃষি খাত সম্পর্কিত স্টার্টআপের প্রশংসা করে তিনি পুলালামার বিলাল আহমেদ শেখ এবং তার ভাইয়ের কথা উল্লেখ করেন। শেখ ভাইরা ভার্মি কম্পোস্ট উৎপাদন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ