পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
ফেনী থেকে ঢাকা প্রায় ১৮৬ কিলোমিটার পথ। ফেনীর জনগণের ঢাকায় যাওয়ার প্রধান পথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। চট্টগ্রাম থেকে ঢাকাগামী সকল যানবাহন ফেনী অতিক্রম করে গেলেও, ফেনীর যাত্রীদের জন্য নেই উল্লেখযোগ্য এবং পর্যাপ্ত পরিবহন। ফেনী থেকে ঢাকায় যাওয়ার একমাত্র চেয়ার কোচ বাস সার্ভিস স্টারলাইন পরিবহন। যাতে জনগণের প্রয়োজন মেটে না। প্রতিদিন শতশত যাত্রী ফেনী থেকে ঢাকা, কিংবা ঢাকা থেকে ফেনী যাতায়াত করছেন। যেখানে কেবল একটি বাস সার্ভিসই যথেষ্ট নয়। এদিকে ঢাকা-চট্টগ্রামের রুটের সরাসরি অনেক বাস সার্ভিস থাকলেও তন্মধ্যে দু’একটি ছাড়া সবকটি বাসই ফেনীর যাত্রীদের জন্য বাড়তি কোনো সার্ভিস প্রদান করেন না। সরাসরি সার্ভিস বিধায় ঐ দু’একটি বাস ঢাকা থেকে ফেনী কিংবা চট্টগ্রাম থেকে ফেনীর যাত্রীদের থেকে পুরো পথের ভাড়া ই আদায় করেন। এছাড়া ঈদ, পূজা কিংবা বিশেষ দিনে ঢাকা থেকে ফেনীগামী যাত্রীরা পড়েন মহা বিপাকে। কেবল একটি বাস সার্ভিসের কাউন্টারে হুমড়ি খেয়ে পড়েন সবাই। এমতাবস্থায়, ফেনীর মানুষের ভোগান্তি লাগবে ঢাকা-ফেনী মহাসড়কে বিকল্প পরিবহন চলাচলের ব্যবস্থা করার জন্য যথাযথ কৃর্তৃপক্ষের প্রতি অনুরোধ রইলো।
মোহাম্মদ রায়হান
শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।