Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

কোটালীপাড়ায় মোবাইলকোর্টের অভিযানে চায়না ম্যাজিক জালসহ আটক ১

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১০:২১ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোবাইলকোর্টের অভিযানে ৮ লক্ষ ৭০ হাজার টাকার ১৭ হাজার মিটার চায়না ম্যাজিক জালসহ একজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ উপজেলার ঘাঘর বাজারের জুয়েল হার্ডওয়ারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত

চায়না ম্যাজিক জালসহ জুয়েল হার্ডওয়ারের মালিক খায়ের মৃধা কে আটক করে। আটককৃত খায়ের মৃধা ঘাঘরকান্দা গ্রামের আলমগীর মৃধার ছেলে। মোবাইলকোর্টের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ অবৈধ চায়না জাল সরবরাহ ও বিক্রয়ের অপরাধে খায়ের মৃধা (৩০) কে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান প্রধান,এসআই গোলাম মোস্তফা, ঘাঘর বাজার বনিক সমিতির সভাপতি মানিল লাল সাহা,সাধারণ সম্পাদক মোস্তফা কামাল উপস্হিত ছিলেন। পরে জালগুলোতে অগ্নিসংযোগ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ