পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে ব্যবহারকারী হু হু করে বাড়ছে। ফলে এসব সাইট ঘিরে বিভিন্ন অপরাধ জগতের মানুষের সংখ্যাও বাড়ছে। এসব সাইবার অপরাধীরা নিজেরা যেমন খুশি অপরাধে জরাচ্ছে। তেমন অন্যদের ছবি এবং ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা এবং আপত্তিকর ক্যাপশন দিয়ে ছড়িয়ে দিচ্ছে। দেখা গেছে ভাইবোন বা আত্মীয়স্বজন কেউ কারো সাথে হাঁটাচলা করছে সেই ভিডিও বা ছবি বিভিন্ন অপ্রীতিকর ক্যাপশন দিয়ে চালিয়ে দিচ্ছে। এতে অনেককেই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। চলতি মাসের ১২ তারিখ যেদিন স্কুল খুললো সেদিন ভিকারুননিসা স্কুলে খবর চলাকালীন কোন এক শিক্ষার্থীর চেহারার ভিডিও খবর থেকে কেটে নতুনভাবে ভিডিও তৈরি করে বিভিন্ন ইউটিউব এবং ফেসবুককার মেয়েকে ফোকাস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল করে দিয়েছে। যেটা ওই মেয়ে এবং তার পরিবারের জন্য বিব্রতকর অবস্থায় ফেলে। এটা কারো কাছেই কাম্য নয়। কেননা সবার একটা সামাজিকতা আছে, আত্মমর্যাদাবোধ আছে। সাথেসাথে আমরা যারা এসব মাধ্যমের ইউজার আছি তারাও ইচ্ছে মতো ভালো-খারাপ, নৈতিক-অনৈতিক বাচবিচার না করে নিজেদের বা অন্যদের ছবি-ভিডিও শেয়ার করে দেই। এটাও ঠিক নয়। এ বিষয়ে আমাদের সকলকেই সতর্ক এবং সচেতন হওয়া প্রয়োজন।
মো. সায়েদ আফ্রিদী
শিক্ষার্থী, ঢাকা কলেজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।