Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুঃসহ স্মৃতি ভুলে নতুন রোমাঞ্চের খোঁজে তাসকিন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

২০১৫ ওয়ানডে বিশ্বকাপ দারুণ বল করেই তুমুল সাড়া ফেলেছিলেন তাসকিন আহমেদ। কিন্তু পরে ওই বিশ্বকাপ শব্দটাই তার কাছে হয়ে গিয়েছিল হাহাকারের। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ছিটকে গিয়েছিলেন। আর সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে মেলেনি দলে জায়গা। আবার আরেকটি বিশ্বকাপ আসতে ফিরেছেন সেরা অবস্থায়, অস্বস্তিকর স্মৃতি সরিয়ে নতুন রোমাঞ্চও তাই দোলা দিচ্ছে বাংলাদেশের তরুণ এই গতি তারকাকে।
অস্ট্রেলিয়ায় ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যের বড় নায়ক ছিলেন তাসকিন। তরুণ এই পেসারের কাঁধে বড় প্রত্যাশা দেখতে শুরু করেছিল দল। কিন্তু এক বছর পরই পেতে হয় দুঃসহ অভিজ্ঞতা। ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো বল করছিলেন তিনি, ছিলেন দলের অন্যতম সেরা অস্ত্র। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে বোলিং অ্যাকশন হয়ে পড়ে অবৈধ, ছিটকে যান টুর্নামেন্ট থেকে। অ্যাকশন বদলে পরীক্ষা দিয়ে ফিরতে হয়েছেন প্রায় নতুন করে।
এরপর ছন্দ হারিয়ে পথ বেঁকে গিয়েছিল তার। পারফম্যান্স নিয়ে সংশয় থাকায় জায়গা পাননি ২০১৯ বিশ্বকাপ দলেও। তখন মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছিল তিনি। তবে এরপর দুই বছরে কঠোর পরিশ্রম আর মনোবল দিয়ে ফিরে পেয়েছেন হারানো জায়গা। টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও দিচ্ছেন ভালো করার আভাস। গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপে পেছনটা মুছতে চাইলেন তিনি, ‘সত্যি কথা বলতে দুইটা স্মৃতিরই আলাদা আলাদা... যেগুলো অতীত, বর্তমানেই নজর দিতে চাই।’ বর্তমান মানেই আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেদিকেই সব রোমাঞ্চ নিয়ে অপেক্ষা তার, ‘আমি অনেক খুশি যে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছি এবার। আমি খুব রোমাঞ্চিত যে খেলতে পারব ইনশাআল্লাহ। ওমানে এর আগে আমার কখনো খেলতে যাওয়া হয়নি। এমনকি দুবাইতেও যে ইভেন্ট গুলো হয়েছে আমি এখন পর্যন্ত ম্যাচ খেলিনি। ওমান ও দুবাইতে খেলাটা একদম নতুন হবে যদি সুযোগ হয়। আমি রোমাঞ্চিত, একই সময়ে আমি চাই ভালো কিছু উপহার দিয়ে ম্যাচ জেতাতে।’
সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ টি-টোয়েন্টির মধ্যে মাত্র একটিতে একাদশে সুযোগ মিলেছিল তাসকিনের। মূলত মন্থর উইকেটের কারণেই তাকে খেলানো যায়নি। তবে বিশ্বকাপের ভিন্ন কন্ডিশনে দলে যে তার দরকার সেটা টের পাচ্ছেন এই ডানহাতি পেসার, ‘কন্ডিশনের কারণে গত দুইটা টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারিনি কিন্তু শেষ একটা ম্যাচ খেলা হয়েছে। প্রস্তুতি অনুযায়ী ওটিস গিবসন ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করা হচ্ছে। প্রস্তুতির জন্য ওখানে গিয়েও আমরা বেশ কিছু সময় পাবো। আমার বিশ্বাস আমরা ভালো কিছু করতে পারবো, করা সম্ভব আমাদের দলের।’
নিউজিল্যান্ড সিরিজ শেষ করে ছুটিতে আছেন ক্রিকেটাররা। তবে তাসকিন নিজ উদ্যোগে চালাচ্ছেন অনুশীলন। বিশ্বকাপ খেলতে ৩ অক্টোবর ওমান যাবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচের আগে সেখানে চলবে দুই সপ্তাহর ক্যাম্প। এই সময়টায় পরিস্থিতি বুঝে নিজেকে তৈরি করতে চান তাসকিন, ‘যেরকম কন্ডিশনই হোক সেরকম পরিকল্পনামাফিক প্রয়োগ করতে হবে। যখন কাটার কম ধরে তখন ইয়র্কার বা লেংথ বলের প্রয়োগটা অনেক গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই আইসিসি ইভেন্ট, মাথায় থাকবে ফ্ল্যাট ট্র্যাক বা স্পোর্টিং উইকেট হবে। চ্যালেঞ্জিং হবে বোলারদের জন্য তবে একই সময়ে প্রয়োগটা ভালোভাবে করতে পারলে ভালো করার সুযোগও থাকবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাসকিন

৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ