মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভয়াবহ দাবানলে পুড়েই চলেছে স্পেনের দক্ষিণাঞ্চল। এরইমধ্যে আড়াই হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। দাবানলে নতুন করে পুড়ে গেছে ১৯ হাজার একরের বেশি বনাঞ্চল। ভয়াবহ দাবানলে জ্বলছে স্পেনের দক্ষিণাঞ্চলীয় মালাগা প্রদেশের সিয়েরা বারমেজার পাহাড়ি এলাকা। এরইমধ্যে ওই অঞ্চলটি থেকে আড়াই হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদের সব ধরনের সাবধানতা মেনে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর কয়েকটি দল। দমকল বাহিনীল এক কর্মী বলেন, অনেকগুলো ইউনিট কাজ করছে, অনেক প্রস্তুতি সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এরপর কী করব বুঝতে পারছি না। দাবানল নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রায় এক হাজার দমকলকর্মী। বিমান থেকে ছেটানো হচ্ছে পানি। এরপরেও নেভানো যাচ্ছে না আগুন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।