নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বহুল কাঙ্খিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এলিট একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ। এ ঘোষণা আগেই দিয়েছিলেন বাফুফের চারবারের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। কিছুদিন আগে ফুটবল একাডেমি তৈরির কাজের অগ্রগতি দেখতে গিয়ে তিনি এ ঘোষণা দিয়েছিলেন। বাফুফে বসের ঘোষণা অনুযায়ীই আজ দুপুরে কমলাপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই এলিট একাডেমির উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। তার সঙ্গে থাকবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বাফুফের এলিট একাডেমিতে ১৪ থেকে ১৮ বছর বয়সী উদীয়মান ফুটবলাররা উন্নত প্রশিক্ষণ পাবেন। দেশি-বিদেশি ভালোমানের কোচরা ফুটবলারদের প্রশিক্ষণ দেবেন। একাডেমির তত্ত্ববধানে থাকছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলি। একাডেমি উদ্বোধন প্রসঙ্গে সালাউদ্দিন গতকাল বলেন, ‘জুলাই মাসে একাডেমি উদ্বোধনের কথা ছিল। কিন্তু প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে কাজে বিলম্বিত হয়েছে। তাই আমরা জুলাইয়ে একাডেমি উদ্বোধন করতে পারিনি। যা আগামীকাল (আজ) করা হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।