গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বয়স আনুমানিক ৫৫ বছর। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পল্টন থানার পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। পল্টন থানার এসআই কামরুল হাসান জানান, খবর পেয়ে সকালে মহানগর নাট্যমঞ্চ থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন তিনি ভবঘুরে প্রকৃতির, ওই এলাকাতেই থাকতেন। অসুস্থতাজনিত কারণে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরনে ছিলো প্রিন্ট গেঞ্জি ও ট্রাউজার। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পারি, তিনি ভবঘুরে ও বাকপ্রতিবন্ধী ছিলেন। ওই এলাকাতে বেশ কিছুদিন ধরে থাকতেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।