গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর চকবাজার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে চকবাজার পশ্চিম ইসলামবাগ এলাকার একটি বাড়ির চার তলা ছাদ থেকে নারীর লাশ উদ্ধার করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোরহাব হোসেন জানান, পুলিশ সংবাদ পেয়ে পশ্চিম ইসলামবাগ একটি বাড়ির চারতলার ছাদের ফ্লোর থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে। তার গলায় ওড়না পেঁচানো ছিল এবং পরনে ছিল সেলোয়ার কামিজ।
মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে, ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার নাম ঠিকানা এখনো জানা যায়নি। নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।