Inqilab Logo

বৃহস্পতিবার , ৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৮ যিলক্বদ ১৪৪৪ হিজরী

রাজধানীতে এক নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৯, ১:৪৪ পিএম

রাজধানীর চকবাজার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে চকবাজার পশ্চিম ইসলামবাগ এলাকার একটি বাড়ির চার তলা ছাদ থেকে নারীর লাশ উদ্ধার করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোরহাব হোসেন জানান, পুলিশ সংবাদ পেয়ে পশ্চিম ইসলামবাগ একটি বাড়ির চারতলার ছাদের ফ্লোর থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে। তার গলায় ওড়না পেঁচানো ছিল এবং পরনে ছিল সেলোয়ার কামিজ।

মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে, ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার নাম ঠিকানা এখনো জানা যায়নি। নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানীতে এক নারীর লাশ উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ