Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখনই স্টেজ শোতে ফিরছেন না লিজা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে অনেক সঙ্গীতশিল্পী ছোট আয়োজনের স্টেজ শো’গুলোতে ফিরেছেন বা ফিরছেন। এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা করোনা পরিস্থিতি আরো স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং বড় পরিসরে স্টেজ শো’র আয়োজন না হলে স্টেজ শো’তে ফিরবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, কেউ কেউ স্টেজ শো’তে অংশ নিচ্ছেন। অবশ্য এটা শিল্পীদের জন্য ভালো খবর। কিন্তু আমি এখনই স্টেজ শো’তে ফিরতে চাচ্ছি না। রাজধানী’সহ দেশের নানা অঞ্চলে বড় পরিসরে স্টেজ শো’গুলো শুরু হলে তখন স্টেজ শো’তে ফিরবো ইনশাআল্লাহ। যে’কটা দিন পারছি বিশ্রাম নিচ্ছি। স্টেজ শো শুরু হলে ব্যস্ততা শুরু হয়ে যাবে। তাই এখন নিজেকে এবং পরিবারকেই সময় দিচ্ছি। এদিকে সাম্প্রতিক সময়ে লিজা ও বেলাল খানের গাওয়া শ্রোতাপ্রিয়তা পাওয়া ‘পাখি’ গানটির ভিউ দিন দিন বেড়েই চলেছে। লিজা নিজেরও ধারনা ছিলো না যে ‘পাখি’ গানটি এতো জনপ্রিয়তা পেয়ে যাবে। এখন যে ক’টি টিভি শো’তে অংশ নিচ্ছেন সেখানে তিনি ‘পাখি’ গানের জন্য অনুরোধ পাচ্ছেন। মুসা কে মাহমুদের লেখা ও বেলাল খানের সুর করা লিজা ও বেলালের গাওয়া এই গানটি এরইমধ্যে ১ কোটি ৫০ লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। মাত্র পাঁচ মাসেই গানটির ভিউয়ার্স যেভাবে বাড়ছে তাতে এই গানটিও রেকর্ডের দিক দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এদিকে লিজা জানান, এরইমধ্যে তার ৪/৫টি গানের কাজ শেষ করা হয়েছে। গানগুলোর সুর সঙ্গীত করেছেন শওকত আলী ইমন, নাজির মাহমুদ, আদিব’সহ আরো বেশ কয়েকজন। এদিকে সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে লিজার গাওয়া ‘সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিলো’। গানটি প্রথম গেয়েছিলেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী সাদী মুহাম্মদ। তার কাছ থেকে অনুমতি নিয়েই তিনি গানটি গেয়েছেন। গানটি লিখেছেন ড. আবু সাঈদ, সুর করেছেন সাদী মুহাম্মদ। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন আদিব কবির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিজা

১১ সেপ্টেম্বর, ২০২২
১১ সেপ্টেম্বর, ২০২২
১০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ