মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত থেকে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট কার্যক্রম শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। মঙ্গলবার কুয়েতের স্থানীয় সময় সকাল ৬টায় ভারত থেকে আসা একটি ফ্লাইট কুয়েতে অবতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) দপ্তর। -অ্যারাবিয়ান বিজনেস ও সউদি গেজেট
এক বিবৃতিতে ডিজিসিএর কর্মকর্তা রেইদ আল তাহের বলেন, এখন থেকে ভারতগামী ও আগমনী মিলিয়ে পাঁচটি ফ্লাইট পরিচালনা করা হবে। তবে ফ্লাইটের পরিমাণ কোভিড ১৯ সংক্রান্ত বিধিনিষেধ পালন সাপেক্ষে যাত্রী সংখ্যার ওপরও নির্ভর করবে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
এর আগে ১৮ আগস্ট অনুষ্ঠিত কুয়েত মন্ত্রিসভার এক বৈঠকে বাংলাদেশ, মিসর, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। তবে ডিজিসিএ ফ্লাইট পরিচালনা সংক্রান্ত অনুমোদনের বিষয়টি অস্বীকার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।