Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঘোষণার সাথে কার্যক্রমের মিল নেই

ঢাকা-বরিশাল বিমান চলাচল

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

গত শুক্রবার থেকে সারা দেশের সাথে বরিশালেও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আকাশ পরিবহন শুরু হলেও সরকারি এয়ারলাইন্সটির ঘোষণা আর বাস্তবে ফ্লাইট পরিচালনা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার থেকে বরিশালে বিমানের ১টি ফ্লাইটের পাশাপাশি বেসরকারি ইউএস-বাংলা ৪টি এবং নভোএয়ার ২টি ফ্লাইট পরিচালনা শুরু করে। দীর্ঘ লকডাউনে আটকেপড়া বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন এসব ফ্লাইটে ঢাকা-বরিশালে যাতায়াতও করছেন। বেসরকারি দুটি এয়ারলাইন্স ৩ হাজার ৪শ’ টাকা থেকে শুরু করে ৯ হাজার টাকায়ও টিকেট বিক্রি করছে। মানুষ অনেকটা নিরুপায় হয়েই অযৌক্তিক ভাড়ায় বেসরকারি এয়ালাইন্সে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

অথচ বিমান বাংলাদেশের গণসংযোগ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে বরিশালে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনার কথা জানানো হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। বিমানের ওই প্রেস বিজ্ঞপ্তি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। তবে সংস্থাটির বরিশাল সেলস অফিস বিষয়টি নিয়ে কিছু বলতে পারেনি। অথচ যাত্রীরা এ নিয়ে বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও বিমানের সেলস অফিসেও যোগাযোগ করছেন। তবে কারো কাছেই কোন জবাব নেই।
অনেক যাত্রীই বিমানের এ ধরনের কর্মকান্ডে ক্ষুদ্ধ হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন। যেখানে দুটি বেসরকারি এয়ারলাইন্স বরিশালে প্রতিদিন ৫-৬টি ফ্লাইট পরিচালনা করছে, সেখানে যাত্রী অভাবের অযুহাতে গতকাল বিমান একমাত্র ফ্লাইটটিও বাতিল করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা-বরিশাল বিমান চলাচল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ